মানুষের সৃজনশীলতাগুলোর সবচেয়ে চমৎকার একটা বিষয় হচ্ছে গোছানোভাবে কথা বলতে পারা। মাইক-মাইক্রোফোন হাতে ওয়াজের মঞ্চে, মাহফিলে, সেমিনারে কিংবা তা হোক যেকোনো জনসমাবেশে। কথা হচ্ছে, একজন মানুষ দীর্ঘ প্রস্তুতি ও সাধনা ছাড়াই কিন্তু এটা পারেন না। তাকে সবরকমের পরিশ্রম ও সাধনা করেই এখানে আসতে হয়। তাকে বক্তৃতার কলাকৌশল জানতে হয়, তার হাতে পর্যাপ্ত রসদ থাকতে হয়, তাকে বুঝতে হয় তার সামনে থাকা শ্রোতাদের পালস। . দেখুন, হাজারও মানুষের প্রশংসা পাওয়া নিশ্চয়ই ছোট কোনো ব্যাপার নয়। মানুষের জীবন বদলে দেওয়ার মতো মোটিবেশন, মানুষকে কল্যাণের দিকে আহবান করার আলোকিত বয়ান—এসবের জন্য প্রত্যেককেই ভালো প্রস্তুতি নিয়ে আসতে হয়। এর কোনোই বিকল্প নেই। আনন্দের বিষয় হলো, নন্দিত আলোচক, লেখক ও সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ সিরাজ আলোচক হতে চাওয়া মানুষদের জন্য রচনা করেছেন, ‘বিষয়ভিত্তিক বক্তৃতার ডায়েরি’। . এই বইতে বক্তৃতার কলাকৌশল যেমন আছে, তেমনই আছে বিষয় বৈচিত্র ও সহজ উপস্থাপনায় তথ্যসমৃদ্ধ অনেকগুলো চমৎকার চমৎকার বয়ান। আখলাক ও ইবাদত, সমাজ ব্যবস্থা ও সিরাত, বিভিন্ন দিবস ও ইসলাম ভাবনা, ব্যক্তিত্ব ও ইতিহাসসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে এত চমৎকার চমৎকার বয়ান এতে নিয়ে এসেছেন, পাঠকমাত্রই চমকে যাবেন। যারা উপরোক্ত বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা করেন এবং করতে চাচ্ছেন এবং দেশ, সমাজ ও জাতির কল্যাণে নিজের ভয়েসকে সবার আগে সবসময় উচ্চকিত করতে চান, তাদের জন্য এই গ্রন্থ একটি অসামান্য উপহার।