বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সিরাজগঞ্জ অতি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। “সিরাজগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস” গ্রন্থটি ১৪টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে “সিরাজগঞ্জ জেলার সাধারণ বিবরণ”। দ্বিতীয় অধ্যায়ে “আন্দোলনে-সংগ্রামে সিরাজগঞ্জ জেলা” এ সিরাজগঞ্জে মধ্যযুগ ও আধুনিক যুগের প্রারম্ভে সংঘটিত বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহের সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস (উপজেলাভিত্তিক) আলোচনা করা হয়েছে। আলোচ্য বিষয়ের মধ্যে আছে বিভিন্ন উপজেলায় সংগ্রাম কমিটি ও শান্তি কমিটি গঠন, মুক্তিযোদ্ধাদের সশস্ত্র সংগ্রাম, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, শহিদ স্মৃতিস্তম্ভের বর্ণনা ইত্যাদি। দ্বাদশ অধ্যায়ে “সিরাজগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষকারীদের স্মৃতিচারণ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার” বর্ণিত হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ে সিরাজগঞ্জ জেলার বরেণ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের সংক্ষিপ্ত জীবনী বর্ণিত হয়েছে। চতুর্দশ অধ্যায়ে আছে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদান, সিরাজগঞ্জ জেলার মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ইত্যাদি।