বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং মহত্তম অর্জন হচ্ছে নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সেই যুদ্ধে বিজয় লাভ। এ যুদ্ধ দুই সেনাবাহিনীর মধ্যে প্রচলিত পদ্ধতির যুদ্ধ ছিল না। শুরু থেকেই এ যুদ্ধ হয়ে ওঠে জনযুদ্ধ, ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সব বাঙালির আত্মরক্ষা এবং আত্মপ্রতিষ্ঠার যুদ্ধ। দেশের সব মানুষের সঙ্গে শিশুকিশোররাও হাসতে হাসতে জড়িয়ে পড়ে এ যুদ্ধে। সারা দেশের মানুষ এর আগে কখনো এমন নিবিড় আন্তরিকতায় ঐক্যবদ্ধ হয়নি। সকলের অংশগ্রহণের কারণেই বাঙালির এই সাহসী যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এ দেশের ঘরে ঘরে ওড়ে বিজয় পতাকা। মুক্তিযুদ্ধের শৌর্য-সাহসিকতা, দুঃখ-দুর্দশা, সামাহীন ত্যাগ ও আনন্দের আখ্যান নিয়ে বাংলাদেশে স্বতন্ত্র এক সাহিত্যধারা সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের সাহিত্য নামে, আমাদের কিশোরসাহিত্যেও যুক্ত হয়েছে নতুন মাত্রা। ছোটদের জন্যেও ছড়া কবিতা উপন্যাস নাটকের পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা হচ্ছে অসংখ্য কিশোরগল্প। বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ মুক্তিযুদ্ধের কিশোরগল্পে এনেছেন বহুমাত্রিক বিস্তৃতি ও ব্যঞ্জনা। ফলে যুদ্ধের গল্প হয়েও কেবলমাত্র অস্ত্র-গোলাবারুদের গগণবিদারী শব্দ নয়, তাঁর কিশোরগল্পে জীবনের স্পন্দন শোনা যায়। রফিকুর রশীদের লেখা মুক্তিযুদ্ধের কিশোরগল্পলোকে এক মলাটের মধ্যে এনে সকল শ্রেণীর পাঠকের কাছে নান্দনিক এই উপস্থাপন।
রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।