সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। যার ইবাদত যত বেশি হবে, নিঃসন্দেহে আল্লাহ তায়ালার নিকট তার মর্যাদা ও সম্মান তত বেশি হবে। আল্লাহ তায়ালার নিকট দোয়া করা এবং মুনাজাতে তার দরবারে হাত উত্তোলন করা একটি ইবাতদ। মানবজীবনের সকল প্রয়োজন ও চাহিদা মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেমন চেয়ে নিতে হয়, তেমনি কৃত সকল অন্যায় ও গুনাহের জন্য এই মুনাজাতের মাধ্যমেই ক্ষমাপ্রার্থনা করতে হয়। তাই এই গুরুত্বপূর্ণ ইবাতদটি কীভাবে পালন করতে হয় এবং তার আদব ও পদ্ধতি কী- আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে তা স্পষ্টভাবে বলে গিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, সম্প্রতি মুনাজাতের ধরন নিয়ে নানা মতানৈক্য ও প্রান্তিকতা তৈরি করা হচ্ছে, যা খুবই দুঃখজনক ও হতাশাব্যঞ্জক। বক্ষ্যমাণ বইয়ের পুরো অংশই আমার মোটামুটি পড়ার সুযোগ হয়েছে। বইটিতে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি থেকে মুক্ত হয়ে মুনাজাতের ধরন ও পদ্ধতি নিয়ে দালিলিক ও তথ্যনির্ভর আলোচনা করেছেন আমাদের জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার দারুল ইফতার উস্তাদ মাওলানা মুহাম্মদ আলী বিক্রমপুরী। আশা করা যায় বইটি পড়ার দ্বারা এ বিষয় নিয়ে যত সংশয়-সন্দেহ ও বিভ্রান্তি সমাজে লক্ষ করা যায় সব দূর হয়ে যাবে এবং ইতমিনানের সাথে সকলে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি পালন করতে পারবে। দোয়া করি, মহান আল্লাহ বইটি কবুল করুন এবং এর লেখক, প্রকাশনা সহযোগী, পাঠক, ও হিতাকাঙ্ক্ষী সকলের জন্য নাজাতের উসিলা বানান। আমিন।