যদি কখনো নিজের মনের মতো করে কোনোকিছু না পান,তবে ভেতর থেকে ভেঙে পড়বেন না।মনকে স্বস্তি দিয়ে প্রকৃতির দিকে তাকান,প্রকৃতিও তার মতো করে সাজতে পারেনি।দেখুন প্রকৃতিও তার নিজস্ব অন্তরালে দুঃখ পুষে আমাদের'কে তার মিষ্টতা বিলিয়ে দিয়ে যায়।আমরা কেউ আমাদের মনের মতো করে কোনোকিছু পাইনা।অন্তরীক্ষের দিকে তাকান সেও তার মনের মতো নেই—কখনো মেঘ জমে আবার কখনো বৃষ্টি ঝরে।আসলে সত্যি বলতে কি জানেন?মানুষের মনের মতো করে কোনোকিছু-ই হয় না।সব কিছুকে নিজের মনের মতো করে তৈরি করে নিতে হয়।নিজের মনকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হয়।যদি কখনো মনের মতো কাউকে সঙ্গী হিসেবে না পান তবে মন খারাপ করবেন না।মনকে শক্ত করুন,আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনোকিছু-ই হয়না।আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকার চেষ্টা করুন,তিনি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে যা দান করবেন সেটাই খুশিমনে সাদরে গ্রহণ করুন।আমাদের হৃদয় কাননে প্রচণ্ড অসুখে ছেয়ে গেছে বলেই আমরা রবের সিদ্ধান্তের উপরে অটল থাকতে পারিনা।আমাদের মনের মতো সঙ্গী না পেলে আমরা নিজেকে হারিয়ে ফেলি,স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলি,মনের মতো করে কাজ না পেলে আমরা দুঃখীত হই। আপনি যাকে জীবন সঙ্গী হিসেবে চেয়েছেন তিনি আপনার জীবন সঙ্গী হিসেবে অবধারিত হয়নি।আপনি যে কাজ আপনার জন্যে ভালো মনে করেছেন সেই কাজটি আপনি পাননি,আপনি যে মাদ্রাসায় ভর্তির জন্য উৎফুল্ল হয়েছিলেন সেখানে ভর্তি হতে পারেন নি।আপনি যে ভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেছিলেন সেখানে আপনার চান্স হয়নি।এসবের পেছনের মূল কারণ কি জানেন?এসবের পেছনের মূল কারণ হলো অকল্যাণ।এসবে আপনার জন্য অকল্যাণ নিহিত ছিলো।হাল ছেড়ে দিবেন না—নিরাশ হবেন না।আমাদের একজন রব আছেন যিনি আমাদের’কে নিরাশ করতে পারেন না।একদিন সব হবে।ইন শা আল্লাহ।
আমি মোহাম্মদ আশিক। জন্মেছি টাঙ্গাইল জেলার একটি প্রত্যন্ত গ্রামে।ছোট বেলা থেকেই কবিতা লিখতাম।তবে সেই কবিতাগুলো রোমাঞ্চকর কোনো কবিতা নয়।ছোট বেলা থেকেই আমি রবকে নিয়েই ভাবতাম। আলহামদুলিল্লাহ,অফুরন্ত শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রতি যিনি আমাকে অঢেল বারাকাহ্ দান করেছেন। স্বপ্নে বা কল্পনায় না ভাবা জিনিসটাও আজ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সফল করে দেখিয়ে দিলেন।মনের গহীনের অগোছালো কথাগুলো আজ মলাটবদ্ধ হয়েছে। আত্মসমর্পণ—রবের নিকট বান্দার স্বীকৃতি বইটি আমরা প্রথম মৌলিক বই। কেবল লেখাগুলো পরিচয়ের মাধ্যম হয়ে থাকুক চিরকাল।দুআ চাই! আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আরও লিখার শক্তি বাড়িয়ে দেন।গুনাহ থেকে পরিত্রাণের সুগম পথ বানিয়ে দেন।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে সহ লিখাগুলো কবুল করুন।সকল পাঠকদের হিদায়াতের উত্তম পথ বানিয়ে দেন।আমীন।