মুসলিম উম্মাহর একতা ও সংহতি বর্তমান সময়ের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি বই। এ বইটি মূলত মুসলিম উম্মাহর স্বীকৃত দুজন ইমাম ও মুজতাহিদের গবেষণালব্ধ মূলবান দুটি পুস্তিকার সমন্বিত রূপ। প্রথমটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.-এর রচিত এবং দ্বিতীয়টি ইমাম ইবনে হাযম রহ.-এর রচিত। মূল পুস্তিকাদুটি প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধন করে সাধারণ পাঠকের উপযোগী করে একমলাটে প্রকাশ করেছেন বিংশ শতাব্দীর অন্যতম ইসলামি স্কলার, ফকিহ, মুহাদ্দিস ও মুহাক্কিক শায়েখ আবুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.। তিনি এতে প্রয়োজনীয় টীকা ও ব্যাখ্যা সংযোজন করেছেন। সেইসঙ্গে বইয়ের বিষয়বস্তুকে পূর্ণতা দেওয়ার জন্য এর সঙ্গে যুক্ত করেছেন ইবনে তাইমিয়া রহ. কর্তৃক লিপিবদ্ধ ফাতাওয়ার সংকলন মাজমুউল ফাতাওয়ার নির্বাচিত কয়েকটি অনুচ্ছেদ। ফলে বইটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। বইটিতে মুসলিম সমাজের বিভিন্ন বিবাদ ও বিতর্ক পরিহারের আহ্বান জানানো হয়েছে। মুসলিম উম্মাহ কীভাবে মতপার্থক্য থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারবে, তার উপায় ও উপকরণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে মুসলিম উম্মাহ বর্তমান মুসলিম সমাজব্যবস্থা পুনর্গঠন ও পারস্পরিক ঐক্য-সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।