বইটির প্রতিটি Grammatical Item-এর Rules বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং যাতে শিক্ষার্থীরা Grammatical Functions সহজে বুঝতে পারে। শিক্ষার্থীরা যদি মনোযোগ সহকারে Grammatical Rules ও এর ব্যাখ্যাগুলো Practice করে তাহলে ইংরেজী বিষয়ে যথেষ্ট পারদর্শী হবে বলে আমাদের বিশ্বাস। শিক্ষার্থীরা তাদের সিলেবাসে সংযোজিত কঠিন বিষয়গুলো যাতে খুব সহজে বুঝে অনুশীলন করতে সক্ষম হয় সেজন্য একমাত্র ক্যাপটেন HSC English Rules of Grammar বইটিতে সংযোজন করা হয়েছে Answer analysis. Grammar-এর Rules শেখার পাশাপাশি উত্তরের বিশ্লেষণ যদি জানা থাকে তাহলে যেকোনো শিক্ষার্থীর জন্য Grammar হবে অতি সহজ। Alternative Answer অগ্রসর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকটি Unit-এ (যেখানে প্রয়োজন) চেষ্টা করেছি Alternative Answer করে দেয়ার জন্য। এতে শিক্ষার্থীরা বিভিন্ন Word-এর যথাযথ প্রয়োগ শিখতে পারবে, তাদের চিন্তন দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে, আর Vocabulary হবে সমৃদ্ধ। তারা অল্প Practice-এ অধিক Skill অর্জন করতে পারবে। একমাত্র ক্যাপটেন HSC English Rules of Grammar বইটিতে সংযোজন করা হয়েছে পর্যাপ্ত Practical Materials এবং নির্ভুল উত্তর, যা শিক্ষার্থী অনুশীলন করে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে সক্ষম হবে। এছাড়াও নির্ভুল উত্তর শিখে একজন শিক্ষার্থী নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবে।