গ্রন্থ পরিচিতি সারা বিশ্বে অধিকাংশ মুসলমান হানাফী মাযহাব অনুসারে ইবাদত আদায় করছে, বাংলাদেশের মুসলমানও এই মাযহাব অনুসারে এবাদত করছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানগণ এই মাযহাব গ্রহণ করার কারণ হল, হানাফী মাযহাব ই কুরআনুল কারীম ও সুন্নাহের অধিক নিকটবর্তী একটি মাযহাব, কোরআন সুন্নাহ থেকে মূলনীতি গঠনে হানাফিদের রীতি নীতি হলো শ্রেষ্ঠ পদ্ধতি, হানাফি ইমামগণের দলিল প্রমাণাদী অধিক যুক্তিসঙ্গত, এই মাযহাব কেয়ামত পর্যন্ত সকল যুগের চাহিদা পূরণ করতে সক্ষম, হানাফী মাযহাবের বৈশিষ্ট্যবলী ও তাদের অবদান সহ বিষয়ে জানতে জ্ঞান পিপাসুদের অনেক আগ্রহ উদ্দীপনা রয়েছে, এ বিষয়ে তথ্য সমৃদ্ধ আলোচনা লিখেন খ্যাতনামা মিশরীয় লেখক আল্লামা জাহেদ কাউসারী রহমাতুল্লাহি আলাইহি এর ‘ফিক্বহু আহলিল ইরাক ওয়া হাদীসুহুম’ নামক গ্রন্থে, উক্ত গ্রন্হটি বাংলাদেশের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে, তারই একটি অনবদ্য অনুবাদ ও ব্যাখ্যা সম্বলিত গ্রন্থ ফিক্বহ ও হাদিস শাস্ত্রে হানাফিদের অবদান, আশা করি গ্রন্থটিতে সর্বস্তরের পাঠকবর্গের অত্যন্ত উপযোগী, এ গ্রন্থটি অধ্যানে তারা হানাফী মাযহাব সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে।