বইটির সমুজ্জ্বল বৈশিষ্ট্যসমূহ: Part A: Grammar অংশে Sample Question-এর প্রতিটি প্রশ্নভিত্তিক প্রয়োজনীয় Grammar সংযোজন ও ধারাবাহিক আলোচনা-সহ প্রতিটি Chapter-এর শেষে অধিক অনুশীলনের জন্য পর্যাপ্ত Exercise for Practice সংযোজন। NCTB প্রণীত Sample Question অনুসরণে Part A: Grammar অংশের ওপর ৮০ সেট Model Question দেওয়া হয়েছে এবং Solution Book-এ প্রতিটি সেটের যথাযথ উত্তর প্রদান করা হয়েছে। ১৫ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলার জন্য বোর্ড পরীক্ষা ও অন্যান্য পরীক্ষায় যেভাবে প্রশ্ন তৈরি করা হয়, সেভাবে পূর্ণাঙ্গ ২০ সেট Special Model Test দেওয়া হয়েছে। Part B: Composition অংশে Sample Question-এর প্রশ্নভিত্তিক এবং পরীক্ষায় কমন উপযোগী পর্যাপ্ত সংখ্যক Formal Letter, Formal Email, Report, Paragraph Composition ধারাবাহিকভাবে সন্নিবেশ করা হয়েছে। ১৫ সাম্প্রতিক বিষয়ের ওপর Writing সংযোজন। Composition অংশে Paragraph Writing Composition-এর কঠিন শব্দগুলোর বাংলা অর্থ সংযোজন। ২০২৩, ২০২২, ২০১৯, ২০১৮ ও ২০১৭ সালে অনুষ্ঠিত সকল বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিশ্লেষণ (Board Question Analysis) সংযোজন। ২০২৩, ২০২২, ২০১৯, ২০১৮ ও ২০১৭ সালে অনুষ্ঠিত সকল বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সংযোজন।