মোহাম্মদ নূরুল হক একযুগের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। চিন্তার মৌলিকত্ব তার রচনায় উদ্ভাসিত। সৃজনশীল ও মননশীল প্রবন্ধের ক্ষেত্রে প্রশ্নশীল সৃষ্টি করে তিনি ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। গল্প-উপন্যাসের মতোই তার প্রবন্ধ কেবল পাঠকের মনোযাগই দাবি করে না, তাকে চিন্তার গভীরেও টেনে নেয়। নতুন চিন্তা ও যুক্তিপ্রয়োগে তার প্রবন্ধ হয়ে ওঠে তীক্ষ্ণ, স্বতন্ত্র। তার প্রবন্ধের বিষয় বিচিত্রমুখী। প্রাচীন ভাষাভঙ্গিকে মাঝে-মধ্যে বর্তমানের প্রচলভঙ্গির সঙ্গে মিশেল দেওয়ার ক্ষমতা তার সহজাত। এই কারণে তার ভাষাভঙ্গি একটি স্বতন্ত্র রূপ ধারণ করেছে অনেক বিষয়ে তিনি নিজস্ব অভিমত প্রকাশে একনিষ্ঠ। কবি ও গল্পকার হওয়ার পরও গবেষণাকর্মের প্রতি অত্যধিক আকর্ষণের কারণেই এই মাধ্যমেই তার কাজের কেন্দ্রবিন্দু। তৈরি হয়েছে। 'বাংলা উপন্যাসে বিধবা' বিষয়বস্তুকে উপজীব্য করে মোহাম্মদ নূরুল হকের এই গবেষণাকর্মটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তৎকালীন সমাজ বাস্তবতার পাশাপাশি ঔপন্যাসিকদের বিধবাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিও উঠে এসেছে এই গবেষণাগ্রন্থে। গ্রন্থটি গবেষণায় উৎসুকদের মনের খোরাক মেটাবে। আমি গ্রন্থটির সর্বাধিক প্রচার ও প্রসার আশা করছি।-প্রকাশক