উচ্চতর গণিত সমাধান প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) । এইচএসসি ১ম বর্ষ উচ্চতর গণিত পাঠ্য সহায়িকা বই ক্যাটেগরির এই বইটি রচনা করেছেন জনপ্রিয় অধ্যাপক অসীম কুমার সাহা , মোঃ নুরুল ইসলাম , প্রফেসর ড. বি. এম ইকরামুল হক ও মোঃ খলিলুর রহমান। উচ্চতর গণিত ১ম পত্রে তাত্ত্বিক অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে এ বইটি শিক্ষার্থীদের সাহায্য করবে। অধ্যাপক অসীম কুমার সাহার উচ্চমাধ্যমিক গণিত বইগুলো আগে থেকেই এই লেভেলের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়। তাই তাদের রচনা করা এই সমাধান বইটিও এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশুনায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়, বিশেষ করে উচ্চতর গণিতের জটিল সব সমস্যার সমাধান। এ বইটিতে আছে সুগঠিত সূচিপত্র , রসায়ন ১ম ও ২য় পত্রের সকল অধ্যায়ের সকল প্রশ্ন ও অনুশীলনীর সমস্যার বিবরণসহ বিস্তারিত সমাধান , সমন্বিত অধ্যায়ের প্রশ্নের সমাধান এবং বিগত বছরের বোর্ড সৃজনশীল ও বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নের উত্তর , যেগুলো চর্চা করে শিক্ষার্থীরা নিজেদের পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে। সুগঠিত সূচিপত্র :বইটির সূচিপত্রে উচ্চতর গণিত প্রথম পত্রের অংশে থাকা সকল সমস্যার পরীক্ষার বিবরণ অধ্যায় ভিত্তিক ভাবে সাজানো আছে , যা দেখে যেকোনো শিক্ষার্থী সহজেই কাঙ্খিত সমস্যাগুলোর বিস্তারিত সমাধান খুঁজে বের করতে পারে। সমন্বিত অধ্যায়ের প্রশ্নের সমাধান: বইটিতে আছে সমন্বিত অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান , যেগুলো থেকে শিক্ষার্থীরা অধ্যায়ভিত্তিক সমস্যার পাশাপাশি সমন্বিত সমাধান দেখে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নমালা ও সমাধান : শিক্ষার্থীদের আরো ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করতে এবং বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে অবগত করতে বইটিতে বিগত বছরের প্রশ্নের উত্তরের সংকলন যোগ করা হয়েছে।
Title
উচ্চতর গণিত সমাধান প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)