চিন্তাচর্চায় গভীর অনুসন্ধান। কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবন। বিশুদ্ধ-কথার কিছু ঘটনা ও অণু-ঘটনা রয়েছে এই বইতে। ছোটদের নজরুল বইয়ে এই অনুসন্ধানের খোঁজ দিয়েছেন ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন। তিনি 'অগ্নিবীণা', 'শিউলিমালা', 'দোলনচাঁপা', 'কাঠবিড়ালী', 'ঝিঙেফুল' ও 'মা' কবিতা নিয়ে আলোচনা করেছেন। কবির জীবনের অজানা কিছু কথা নিয়ে আলোচ্য বই। বিদ্রোহ, প্রেম ও সংগ্রামের মিলনে নজরুলের যে সাহিত্য-সৃষ্টি, তা বাংলা সাহিত্যে উজ্জ্বলধারা। বিশ্বময় ছড়িয়ে গেছে তাঁর রাজনীতি, সঙ্গীত, কবিতা ও মানবতাবোধ। এই বইয়ে সংযোজন করা হয়েছে নজরুল গবেষণার নানা দিক নিয়ে লেখকের সাক্ষাৎকার। যা পাঠে বর্তমান নজরুল গবেষণা আঁচ করা যাবে। মনিরুল মনির ----- ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন ফাউন্ডার প্রিন্সিপাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা-মাতার কনিষ্ঠ সন্তান ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। পেশায় শিক্ষক ও শিক্ষা-উদ্যোক্তা। চিন্তনের গভীরতা তাঁকে একজন সফল শিক্ষা-উদ্যোক্তার পরিচিতি এনে দিয়েছে। তাঁর উদ্যোগে চট্টগ্রামে ৫টি, মিরসরাই ১টি (সম্পূর্ণ বিনাবেতনে) ও ঢাকায় ১টি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠে। তিনি কৃতিত্বের সাথে এসএসসি, বোর্ডবৃত্তিসহ এইচএসসি ও রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ এমএসএস ডিগ্রিসহ "মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থা"-বিষয়ে Ph.D ডিগ্রি লাভ করেন। শান্তিতে নোবেলজয়ী বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস-এর সাথে তিনশূন্যের পৃথিবী গড়তে তিনি বাংলাদেশসহ বিশ্বের বহু রাষ্ট্রে কাজ করে চলেছেন। এই পর্যন্ত ৬০টির অধিক রাষ্ট্রে নানা সভা-সেমিনারে অংশগ্রহণ ও প্রবন্ধ উপস্থাপনের সুযোগ পেয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ২ যুগেরও বেশি সময় ধরে তিনি গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছেন। শিক্ষাবিস্তারে তাঁর রয়েছে অসামান্য অবদান। শিক্ষা ও নজরুল বিষয়ে তিনি নিয়মিত দেশের সকল দৈনিকে লিখে যাচ্ছেন। এই পর্যন্ত প্রকাশিত গবেষণা গ্রন্থ ৪০টির অধিক। USA, Europe, UK, Australia, Japan, Canada সহ বিশ্বের ৬০টিরও অধিক রাষ্ট্র তিনি নোবেলজয়ীর সাথে ভ্রমণ, শিক্ষা ও সামাজিক ব্যবসা সেমিনারে অংশগ্রহণ করেছেন।