কবি নকুল চন্দ্র শর্মার কবিতার সাথে আমার পূর্ব পরিচয় খুব সামান্য হলেও জাতীয় পত্রিকায় প্রকাশিত তাঁর লেখার নিয়মিত পাঠক হওয়ায় তাঁর কবিতা সম্পর্কে একটা ভালো ধারণা জানেন্ম। তাঁর কবিতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করি 'ফেরারি শঙ্খচিল' কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি পড়ার পরে এবং কবির সম্পর্কেও সম্যক ধারণা লাভ করি। খুবই পরিশ্রমী ও সুন্দর মনের মানুষ কবি। ছাত্রজীববেই তাঁর বাবা মারা গেছেন। গত পঁয়ত্রিশ বছর যাবত লেখালেখির সাথে জড়িত থাকলেও পরিবার ও সন্তান-সন্ততি নিয়ে ব্যস্ত জীবন পার করায় কোনো বই প্রকাশ করার সুযোগ পাননি তিনি। 'ফেরারি শঙ্খচিল' কবি নকুল শর্মার প্রথম কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটিতে কবির জীবনবোধ ও নিজস্ব চিন্তার প্রতিফলন খুবই সূক্ষ্মভাবে ঘটেছে। খুব সহজ ভাষায় তিনি তুলে ধরেছেন নরনারীর হৃদয়ে লুকিত প্রেমের কথা, দ্রোহের কথা, অনুভবের কথা ও বাস্তব জীবনের জটিলতাও। তাঁর গদ্য কবিতার ছন্দময়তা, বিষয়বস্তু, ভাবের বিন্যাস, অলঙ্কারের ব্যবহার ও শব্দচয়নের সৌন্দর্য চোখে পড়ার মতো। সম্পূর্ণ পান্ডুলিপি পড়ে বুঝতে পারি তাঁর কবিতার নিজস্ব একটা স্টাইল আছে। বৈশিষ্ট্য, ভাবগত বিচারেও অন্যদের থেকে তাকে সহজেই আলাদা করা যায়। সচেতন পাঠক কবিতা পাঠ করা মাত্রই বুঝতে সক্ষম হবেন। কাব্যটির পাণ্ডুলিপি পড়ে আমি বিমুগ্ধ।