আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি মহান আল্লাহ তায়ালার প্রতি, যিনি আমাকে “উদীয়মান কবিদের জাগ্রত কলম” যৌথ কাব্যগ্রন্থটি সম্পাদনা করার তাওফিক দান করেছেন। প্রত্যেক কবি/লেখক, পাঠক, সম্পাদকই চায় একটা নির্ভূল বই প্রকাশ করতে। তাই লেখক, সম্পাদক ও প্রকাশক মিলেই চেষ্টা করেছি একটি সু-রুচিসম্মত বই পাঠক মহলে উপহার দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় বইটিতে তুলে ধরতে চেষ্টা করছি সমাজের বাস্তব চিত্র, দেশ প্রেম, সম্মানিতর কালো মুখোশ, বেকারত্ব জীবনের আহাজারি, মিথ্যা আশ্বাস দিয়ে একটি প্রাণকে মেরে ফেলা সহ একাধিক বিষয়। আশা করি বইটি পড়ে পাঠক পাবেন কবিতার স্বার্থ। আমার মতো তরুণের সম্পাদনায় প্রথম যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার আমি আনন্দিত, আপ্লুত। কেউ’ই ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তাই বইটিতে যদি কোন প্রকার ভুলভ্রান্তি হয়ে যায়, তাহলে সকলের কাছে ক্ষমাপ্রার্থী। ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিলে ইনশাআল্লাহ আগামী পরিমার্জিত সংখ্যায় ভুলগুলো শুদ্ধ করে দেওয়া হবে। দেশ ও জাতির কল্যাণে লিখে যায় সাহিত্য, জ্ঞানের সন্ধানে খুঁজি খাটি রত্ন। “উদীয়মান কবিদের জাগ্রত কলম” যৌথ কাব্যগ্রন্থটিতে সার্বিক ব্যবস্থাপনায় আছেন, কবি আব্দুল গফুর সাহিত্য পরিষদ ও পায়রাভরত একাডেমি। অফুরন্ত ভালোবাসা ও চিরকৃতজ্ঞা স্বীকার করছি প্রকাশক জনাব নাসিম প্রাং ভাইয়ের প্রতি। আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম ও পরামর্শ দিয়ে বইটিতে বিশেষ ভূমিকা রেখেছেন। আমি ভাইয়ের সর্বদা মঙ্গল কামনা করি। নব ভাবনায় নবীন লেখকদের আস্থার স্থান “ইচ্ছাশক্তি প্রকাশনী”। সর্বদা ইচ্ছাশক্তি প্রকাশনী’র আগামী পথচলা সুন্দর ও উজ্জ্বল হোক এই কামনা করি।