সারসংক্ষেপ : আল্লাহ তা'আলার প্রশংসা এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি "মহিলাদের জরুরি তা'লীম" নামে ছোট একটি কিতাব সংকলন করে নারী জাতির দ্বীন শিক্ষার খেদমত করার তাওফীক প্রদান করলেন। নারীদের সঠিক দ্বীন শিক্ষার জন্যে সঠিক নির্ভুল বই পুস্তক আমাদের সমাজে নেই বললেই চলে। যতটুকু আছে তা ভুলে ভরা আর অদ্ভুত মিথ্যা কিচ্ছা কাহিনি দ্বারা ভরপুর। "মহিলাদের জরুরি তা'লীম" বইয়ে সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে মা-বোনদের সঠিক দ্বীন শিক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে, বিশেষ করে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতে যে ভুলগুলো মা-বোনেরা করে থাকেন তা সংশোধনের সুন্দর সমাধান দেওয়া হয়েছে, একইভাবে রোযা রাখা অবস্থায় এবং পিরিয়ডের সময় যে ভুলগুলো হয় তার সমাধান দেওয়া হয়েছে। কুরআনুল কারীম থেকে ছোট ছোট ১১টি সূরা উচ্চারণ ও অনুবাদসহ উল্লেখ করা হয়েছে, সন্তানদের কিভাবে আদব-কায়দা শিক্ষা দেওয়া যায়, জান্নাতী নারীর বৈশিষ্ট্য কী? এছাড়া প্রয়োজনীয় দোয়া যিক্র ও সকাল-সন্ধ্যার আমল ও মোনাজাতসহ একজন মহিলা কিভাবে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর প্রিয় বান্দী হতে পারে তার বিবরণ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। আল্লাহ তা'আলা যেন এই খেদমত কবুল করেন। আমীন!