Exceptional Rules of Grammar: ক্যাপটেন HSC English Model Question বইটির সাথে Exceptional Rules of Grammar সংযোজন করা হয়েছে।English Grammer-এর কিছু Rules আছে সাংঘর্ষিক। উদাহরণস্বরূপ উল্লেখ্য যে, ‘English Grammar-এর নিয়ম অনুযায়ী রোগের নামের পূর্বে Article বসেনা, আবার কোন কোন ক্ষেত্রে Article বসে। এই বেতিক্রমধর্মী বিষয়গুলোই এখানে পুঙ্খানুপুঙ্খরুপে বিশ্লেষণ করা হয়েছে। Item-wise Model Questions: এ অংশে রয়েছে বিগত কয়েক বছরের Board ও Test পরীক্ষার প্রশ্নের Analytical বিন্যাস। অর্থাৎ এ বইটিতে রয়েছে দেশের সনামধন্য প্রশিক্ষক, পরীক্ষক, প্রশ্নকর্তা ও মডারেটর কর্তৃক প্রণীত বিগত কয়েক বছরের Board ও Test পরীক্ষার প্রশ্ন। এখানে প্রতিটি প্রশ্নের Topic-গুলো Item-wise আলাদাভাবে সাজানো হয়েছে। Basic Grammar: ক্যাপটেন HSC English Model Question বইটিতে সংযোজন করা হয়েছে Basic Grammar অংশ। এ অংশ ভালোভাবে অধ্যায়ন করলে শিক্ষার্থীরা প্রতিটি Question Item-এ উল্লিখিত Rules সম্পর্কে ভালোভাবে বুঝতে, শিখতে, এবং জানতে পারবে। এ অংশটুকু তাদের English Grammar-এর ঞ্জানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে। Composition: এ অংশে সংযোজন করা হয়েছে প্রশ্ন কাঠামো ও মানবন্টন অনুযায়ী কমন উপযোগী Composition. এতে সমন্বয় করা হয়েছে সাম্প্রতিক বিষয়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ Topics যা অত্যন্ত সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। প্রতিটি Composition অংশে কঠিন শব্দের বাংলা অর্থ দেয়া হয়েছে। এটি থেকে অতীতের মত এবারও শতভাগ কমন থাকবে বলে আমাদের বিশ্বাস। Model Question: Final Preparation-এর জন্য এ বইয়ের শেষাংশে সংযোজন করা হয়েছে সর্বাধিক Model Question. অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে মডেলগুলো রচিত। এগুলো যথাযথভাবে অনুশিীলন করলে যেকোনো শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষা-প্রস্তুতি গ্রহন করতে সক্ষম হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
Title
এইসএসসি ইংলিশ মডেল কুশ্চেন উইথ গ্রামার এন্ড কম্পোজিশন-সেকেন্ড পেপার - Second Paper -Exam 2026