বাংলাসাহিত্যে যদি এমন কোনো মৌলিক রচনার ধারা সূচিত হয়, যা অন্য ভাষাভাষীরা অনুবাদে আগ্রহী হবে, তাহলে কেমন হয়? আজকাল যখন এমন ভাবতেই ভয় পাই আমরা এবং নিজস্ব মৌলিক রচনার পরিবর্তে সবাই যখন ছুটছি বিদেশি লেখকদের বইয়ের অনুবাদের পেছনে, তখনই ‘পড়প্রকাশ’ থেকে তেরোজন তরুণ লেখকের হাত হয়ে এমনই এক রচনাসিরিজ আসছে—যা সময়ের সাহসী উদ্যোগ; এবং অনেকটা চ্যালেঞ্জেরও!
পড়প্রকাশ ও প্রতিজ্ঞাবদ্ধ তেরোজন তরুণ লেখক এ-ই প্রথম প্রত্যেক উম্মুল মুমিনিনের জন্য পৃথক গ্রন্থ রচনা করছেন, যেখানে ফিকশনের আশ্রয়ে নন-ফিকশন রচনা করে ইতিহাস ও গল্পের আদলে দারুণ ও অভিনব ভঙ্গিমায় সাজিয়ে তুলেছেন তাদের প্রত্যেকের জীবনালেখ্য। হাদিসের আলোকে, সিরাত-অবলম্বনে, বর্ণনার সৌন্দর্যে, উপস্থাপনার অভিনবত্বে, ভাষার মাধুর্যে ভিন্নধারার এক রচনার সমষ্টি নিয়ে তারা সামনে নিয়ে আসছে এ সিরিজটি। যার প্রতিটি বাক্য নিরেট সত্য ইতিহাস, কিন্তু বর্ণনায় রয়েছে উপন্যাসের মহাশিল্পকর্ম৷
গ্রহণযোগ্য বিভিন্ন তথ্যসূত্রের সাহায্যে রচিত উম্মাহাতুল মুমিনিনের বৈচিত্র্যময় এ জীবনালেখ্যতে রয়েছে নানা ঘটনা, উত্থান-পতন ও শিক্ষণীয় বহুকিছু। তাদের জীবনী চিন্তার খোরাক যোগায়, অন্তর আনন্দিত করে; চিত্তকে দোলা দেয়। হাসি-আনন্দ, দুঃখ-দুর্দশা আর হতাশায় নিমজ্জিত জীবনকে করে অবিস্মরণীয় আলোকময় ঝলমলে৷
প্রজ্ঞাপূর্ণ ও জ্ঞানগর্ভ নসিহতসহ, উত্তম চরিত্র, আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত, বিয়েপূর্ব জীবন, বিয়ের আগে ও পরে রাসুলের সাথে তাদের সম্পর্কের বিশদ বর্ণনা, রাসুলের তিরোধানের পর তাদের কর্ম—হাদিস বর্ণনা ও প্রাসঙ্গিক নানা ইলমি খেদমতের সমন্বিত আলোচনা করা হয়েছে এ সিরিজে৷