ট্রাভেলার হয়ে ওঠার গল্পঃ ভ্রমণ অনন্য, এক আনন্দপাঠ। ওই আনন্দ মনে মনে। পৃথিবীর রঙের জাগরণ মনের সমুদ্র সার্থক করে তুলে। এ জাগরণ কৌতূহলের। উড়ে যায় দূর-দূরান্তে। অজানাকে জানার এই মন উজানে ঢেউ খেলে। মানুষ ঘর থেকে বেরিয়ে পড়ে। আত্মার পরিশুদ্ধিতে এ আনন্দযাত্রা। যে যাত্রা রূপময়, গতিময়। গতি কেবলই অন্বেষণ। রবীন্দ্রনাথ বলেন, "রূপ হতে রূপান্তরে চলতে-চলতে সে ক্রমাগতই বলছে, 'আমার সীমা দ্বারা তার প্রকাশকে শেষ করতে পারলুম না।' এইরূপে রূপের দ্বারা জগৎ সীমাবদ্ধ হয়ে গতির দ্বারা অসীমকে প্রকাশ করছে। রূপের সীমাটি না থাকলে তার গতিও থাকতে পারত না, তার গতি না থাকলে অসীম তো অব্যক্ত হয়েই থাকতো।' এইটুকুই ধরা দেয়। ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন অসীমকে মগ্ন করে তুলেছেন। এই তার ভ্রমণ মুগ্ধ সময়। তিনি পৃথিবীর বেশ কিছু জায়গার গুরুত্বকে তুলে ধরেছেন। তিনিই হয়েছেন 'ট্রাভেলার'। তার রচিত ট্রাভেলার হয়ে ওঠার গল্প। শিক্ষা, খেলাধূলা, ক্যারিয়ার ও জীবনের স্বপ্ন রচনার গল্প, মহামানবদের সাজানো উদ্যান, মানুষের সমৃদ্ধির ইতিহাস ও মানবিক পৃথিবীর কল্যাণকর দেশের দৃষ্টান্ত বারবার এসেছে। এই ভ্রমণপাঠ রসগ্রাহী পাঠকের জন্য তৃপ্তিদায়ক।