"সরোবর" বইটির সম্পর্কে কিছু কথা: / বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ের প্রশ্নসমূহ ‘ক’ ও ‘গ’ ইউনিটে মােটামুটি সহজ হলেও ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে যথেষ্ট কঠিন হয়। তাই বাংলা বিষয়ের গতানুগতিক বইসমূহ পড়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালাে ফলাফল অর্জন করা সম্ভব হয় না। অনেক আলােচনার ভিড় থেকে পয়েন্ট আকারে তথ্যগুলাে বের করে পড়তে পারলে MCQ-ভিত্তিক ভর্তি পরীক্ষায় পূর্ণাঙ্গ সহায়তা পাওয়া যায়। ভর্তি পরীক্ষার্থীদের এ প্রয়ােজনীয়তার দিকে লক্ষ রেখেই সরােবর বইটিতে প্রতিটি অধ্যায়ে কঠিন ভাষা বর্জন করে তথ্যসমূহ পয়েন্ট আকারে সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইটিতে ব্যাকরণের প্রতিটি বিষয় ব্যাখ্যা ও উদাহরণসহ গৃহ শিক্ষকের মতাে হাতে ধরে বুঝানাের চেষ্টা করা হয়েছে, যা সকল ধরনের প্রতিযােগিতামূলক পরীক্ষায় বাংলা বিষয়ে ভালাে নম্বর পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা করবে। সাহিত্যের বিষয়গুলাে সহজে মনে রাখার জন্য বইটিতে ‘মনে রাখার সহজ উপায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও বইটিতে রয়েছে কবি-সাহিত্যিকদের জন্ম-মৃত্যু ও গ্রন্থাবলির সাবলীল পরিচিতি এবং বাগধারা, এককথায় প্রকাশ, সমার্থক শব্দ ও বিপরীত শব্দের সমৃদ্ধ ভাণ্ডার।