আপনি খুব সহজে এই বইটি পড়ে নিজেই নিজের আয়কর রিটার্ন তৈরি করতে পারবেন। একজন করদাতা কীভাবে তার আয়কর রিটার্ন তৈরি করবেন তা উদাহরণ ব্যবহার করে দেখানো হয়েছে যাতে করে আপনি হাতে-কলমে শিখতে পারেন। ধাপে ধাপে একজন করদাতার সারা বছরের আয় থেকে কীভাবে অব্যাহতি বাদ দিয়ে করযোগ্য আয় এবং পরে রেয়াত পরবর্তী করদায় বের করবেন তা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। কোন খাতে বিনিয়োগ বা দান করলে আয়কর আইনে তা বিনিয়োগ ভাতা হিসেবে গণ্য হয় এবং কীভাবে তা থেকে কর রেয়াত বের করতে হয় সে সম্পর্কে বইটিতে বিস্তারিত আলোচনা রয়েছে। করদায় গণনা করার পর চাকরিজীবী করদাতা এবং সকল শ্রেণির করদাতা কীভাবে রিটার্ন ফরম পূরণ করবেন তা পৃথক দুইটি রিটার্ন ফরম পূরণ করে বইটিতে দেখানো হয়েছে। রিটার্ন তৈরির জন্য যেসব দরকারি কাগজপত্র প্রয়োজন হয় তা একটা অধ্যায়ে উল্লেখ রয়েছে। এবং রিটার্নে সম্পদের পরিমান কতো দেখাবেন, কীভাবে দেখাবেন সে সম্পর্কে রয়েছে সঠিক গাইডলাইন। বইটিতে নিচের করদাতা কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আয়কর গণনা এবং পরে রিটার্ন তৈরি করবেন তা ধাপে ধাপে দেখানো হয়েছে। ০১। বেসরকারি চাকরিজীবী ০২। সরকারি চাকরিজীবী ০৩। গৃহ-সম্পত্তির মালিক ০৪। চিকিৎসক ০৫। শিক্ষক এছাড়াও যাদের আয় নেই কিন্তু টিআইএন নিয়েছেন এবং বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে, তাদের জন্য রয়েছে এক পৃষ্ঠার রিটার্ন ফরম পূরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে সময় বৃদ্ধির ফরম কীভাবে পূরণ করে ট্যাক্স সার্কেল-এ জমা দিতে হবে তাও অন্তর্ভূক্ত করা হয়েছে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জসীম উদ্দিন রাসেল বর্তমানে অস্ট্রেলিয়ার একটি টপ অ্যাকাউন্টিং ফার্মে কাজ করছেন। এর আগে বাংলাদেশেও তিনি টপ অ্যাকাউন্টিং ফার্মে অডিট ও ট্যাক্স সম্পর্কিত কাজের সঙ্গে জড়িত ছিলেন। এসময় তিনি দেশি-বিদেশি কোম্পানি, আন্তর্জাতিক দাতা সংস্থা কর্তৃক অর্থায়নকৃত সরকারি এবং বেসরকারি প্রকল্পে নিরীক্ষা ও ট্যাক্স সম্পর্কিত কাজে সহায়তা করেছেন। এসব কাজের পাশাপাশি তিনি ট্রেইনার হিসেবে বিভিন্ন কর্পোরেট হাউজ, ট্রেইনিং ইনস্টিটিউটে আয়কর ও ভ্যাটের উপর ট্রেনিং দিয়েছেন। দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ (আইসিএবি)-এ সার্টিফিকেট লেভেলে আয়কর ও ভ্যাটের কো-টিচার হিসেবে পড়িয়েছেন। তার নিজের একটি অনলাইন ট্রেইনিং প্লাটফরম Taxpert (taxpertbd.com) রয়েছে, যেখানে ঘরে বসে যে কেউ খুব অল্প খরচে আয়কর এবং ভ্যাটের উপর গুরুত্বপূর্ণ কোর্স করতে পারছেন। ‘জসীম উদ্দিন রাসেল’ নামে তিনি আয়কর ও ভ্যাটের ওপর নিয়মিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছেন। ট্যাক্সের ওপর তার লেখা দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো, অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ২৪ডটকম, ইংরেজি পত্রিকা দি ডেইলি স্টার এবং দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত হয়। এছাড়া তার নিজের ব্লগ (jasimrasel.com) রয়েছে, যেখানে তিনি নিয়মিত তার লেখা প্রকাশ করছেন এবং প্রতিদিন অসংখ্য পাঠক আয়কর ও ভ্যাটের ওপর লেখা পড়ে উপকৃত হচ্ছেন। তার লেখালেখির শুরু ছাত্র অবস্থায় জনপ্রিয় সাপ্তাহিক ‘যায়যায়দিন’ থেকে। তিনি পছন্দ করেন ভ্রমণ করতে, মিউজিক শুনতে, মুভি দেখতে। তার প্রকাশিত উৎসে কর কর্তন, ট্যাক্স রিটার্ন প্রিপারেশন, Tax Deduction, Tax Compliance বইগুলো রকমারিতে বেস্ট সেলিং বই হিসেবে অবস্থান করছে। তার প্রকাশিত ‘স্মার্ট মানি হ্যাকস : সঞ্চয় ও বিনিয়োগের সেরা প্ল্যান’ বইটিও বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছে।