বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্ধশতাব্দী পার হয়ে গেছে। একটা দেশের ইতিহাসে হয়তো এ সময়খণ্ডকে একেবারে অল্প মনে হবে। কিন্তু আমরা এটাকে অল্প বলতে রাজি নই। কেননা স্বাধীনতা অর্জনের পর এ সময়েই অনেক দেশ প্রভূত উন্নতি সাধন করতে পেরেছে। স্বাধীন হওয়ার এতো বছর পরও আমাদের দেশে গণতন্ত্র সংহত হয়নি। অথচ গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছিল। তাই আকাক্সক্ষা ছিল বেশি। কিন্তু বারবার আশাহত হতে হয়েছে। এ দায় কোনো এক পক্ষকে দেওয়া যাবে না। সকল পক্ষই সম্মিলিতভাবে এ জন্য দায়ী। যখন যারা ক্ষমতায় গিয়েছে তখন তারাই জনগণের সেবা করার চেয়ে নিজেদের সেবা করছে বেশি। দলীয়করণ, দুবৃর্ত্তায়ন ও স্বজনপ্রীতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে। ফলে দেশে গণতন্ত্র বারবার হেঁাচট খেয়েছে। এ অঞ্চলে ব্রিটিশ সূর্য অস্তমিত হয়েছে বহু বছর হয়ে গেলো। অথচ আশ্চর্য হতে হয় এটা দেখে যে, এখনও আমাদের দেশে ঔপনিবেশিক আমলের আইনগুলো বলবৎ রয়েছে। এগুলোর মাধ্যমে কার স্বার্থ হাসিল হয়েছে এটা ভেবে দেখা দরকার। তবে এটা বলা যায় এতে জনগণের কোনো কল্যাণ হয়নি। এখন পরিবর্তনের সময়। সারাবিশ্ব বদলে যাচ্ছে। অর্থনীতি, রাজনীতিসহ সকল ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। বদলে যাচ্ছে মানুষের চিন্তাভাবনার জগৎ। আমাদেরকেও সকল ইতিবাচক পরিবর্তনের মিছিলে যোগ দিতে হবে। এটা করতে গিয়ে যতো বাধা আসবে সব দূর করতে হবে। আগামী দিনে যারাই দেশ পরিচালনায় আসবেন তারা এ বিষয়গুলো মাথায় রাখবেন আশা করি।