উচ্চ-মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’র ছাত্রপাঠ্য বই হিসেবে ‘শৈল্পিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ [একাদশ-দ্বাদশ শ্রেণি] বইটি প্রণীত । জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাস অনুযায়ী রচিত এ বইটিতে এইচএসসি বাংলা ২য় পত্রের বোর্ড-নির্ধারিত সিলেবাসের প্রতিটি ব্যাকরণ ও নির্মিতি অধ্যায়ের প্রাঞ্জল আলোচনা, অনুশীলনী, অনুশীলনীর প্রশ্নোত্তর, বিগত বছরের বোর্ড-প্রশ্নের নির্ভুল সমাধান, পর্যাপ্ত উদাহরণসহ উপস্থাপন করা হয়েছে। বাংলা একাডেমি সাম্প্রতিক বছরগুলো বাংলা বানানসহ বাংলা ব্যাকরণের বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে যে-সকল পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করেছে, তার আলোকে প্রতিটি অধ্যায়ের আলোচনা প্রস্তুত করা হয়েছে। বইটির ব্যাকরণ অংশের আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণের ক্ষেত্রে বাংলা একাডেমির সর্বশেষ পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনগুলো অনুসরণের লক্ষ্যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (১ম ও ২য় খণ্ড), প্রমিত বাংলা বানানের নিয়ম, বাঙলা উচ্চারণ অভিধান, প্রশাসনিক পরিভাষা, আধুনিক বাংলা অভিধানসহ বিভিন্ন বই অনুসরণ করা হয়েছে।br বইটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রতিটি অধ্যায়ের আলোচনা সহজভাবে বুঝতে পারে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে। এইচএসসি বাংলা ২য় পত্রের নির্মিতি অংশের উত্তরদানের ক্ষেত্রে কী লিখছি, সেটা যেমন জরুরি, ঠিক একইভাবে কীভাবে কোন কাঠামো রক্ষা করে লিখছি, তাও জরুরি। কারণ ভুল কাঠামো রক্ষা করে লিখলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত নম্বর থেকে বঞ্চিত হয়। তাই নির্মিতি অংশের প্রতিটি অধ্যায়ে কোন টপিকের উত্তর কোন কাঠামো রক্ষা করে কীভাবে লিখতে হবে, সে-ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনাসহ প্রয়োজনীয় নমুনা-উত্তর উপস্থাপন করা হয়েছে বইটি। তাই কেবল শিক্ষার্থীরাই নয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দও একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের একটি নির্ভরযোগ্য বই হিসেবে বইটির ওপর আস্থা রাখতে পারবেন। এ-বইয়ের অধ্যায়সমূহ হচ্ছে- বাংলা ব্যাকরণ অংশ : বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি, বাংলা শব্দগঠন (উপসর্গ, প্রত্যয় ও সমাস), বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ; নির্মিতি অংশ : পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ, প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, পত্রলিখন, আবেদনপত্র, সারাংশ-সারমর্ম, ভাব-সম্প্রসারণ, সংলাপ, খুদে গল্প ও প্রবন্ধ-নিবন্ধ রচনা।
লেখক-পরিচিতিঃ রায়হান আরিফুর রহমান-এর জন্ম ভোলা জেলা চরফ্যাশন উপজেলাধীন রসুলপুর গ্রামে। তিনি চরফ্যাশনের চর আইচা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চরফ্যাশন সরকারি কলেজ থেকে উচ্চ-মাধ্যমিক সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অর্জন করেন স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। ব্যক্তিগত দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি ‘এমএসএস’ (পিপিএস) সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ থেকে। পেশাগত জীবনে তিনি অধ্যাপনা করছেন ঢাকার নটর ডেম কলেজের বাংলা বিভাগে। শিশুতোষ, বাংলা ব্যাকরণ ও নির্মিতি বিষয়ক গ্রন্থ মিলিয়ে তাঁর প্রণীত ও সম্পাদিত গ্রন্থসংখ্য ১২।