"Why People Change?" explores the multifaceted reasons behind human transformation, delving into both internal and external factors that drive change. The book examines emotional triggers, such as love, anger, and fear, and how they influence our behaviors. It discusses the role of self-awareness, personal experiences, aging, and maturity in shaping our identities. It further analyzes external influences, including social environments, cultural impacts, education, media, economic conditions, and political shifts. The book also differentiates between various types of change—positive vs. negative, gradual vs. sudden, conscious vs. unconscious—and explores their effects on individuals. With insights from psychology and philosophy, the book provides practical strategies for managing change, overcoming resistance, and embracing new beginnings. It encourages readers to see change not as a challenge but as an opportunity for growth and self-discovery, preparing them to adapt to an ever-evolving world.
.মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ একজন বাংলাদেশী বহুমুখী প্রতিভাবান ব্যক্তি। তিনি একজন লেখক, কলামিস্ট, ডাক্তার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, আইটি বিশেষজ্ঞ, সিইও, পলিটিশিয়ান, কবি ও সাহিত্যিক। তাঁর জীবনের বিভিন্ন দিকগুলো নিম্নে তুলে ধরা হলো: শিক্ষা ও পেশাগত জীবন মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ, ডিউক ইউনিভার্সিটি, ইউএসএ থেকে মেডিকেল নিউরোসায়েন্সে পোস্টগ্রাজুয়েট এবং ইউনিভার্সিটি অফ গ্লাসগো, ইউকে থেকে বায়োমেডিকেল এ পড়াশোনা করেছেন। এছাড়াও তিনি বিএসসি নিউবর্ন (এমপিজি) এবং ডিপ্লোমা ইন অ্যানাটমি ও ফিজিওলজি (এমপিজি) তে অর্জন করেছেন। সাহিত্য ও সাংবাদিকতা তিনি একজন প্রখ্যাত লেখক ও কলামিস্ট। তাঁর রচিত বইগুলোতে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের গভীর বিশ্লেষণ পাওয়া যায়। তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে “Hay have sex?” “Politics in the Lifestyle of the People: Now Lost ”“Love Of The Human Body ”“ Reclaiming Your Mind ” অন্যতম। চিকিৎসা ও প্রযুক্তি একজন চিকিৎসক হিসেবে তিনি তাঁর কমিউনিটির স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে কোভিড-১৯ মহামারীর সময়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভেলপার হিসেবে তিনি প্রযুক্তির মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক জীবন রাজনীতিতে তিনি স্বচ্ছ ও উন্নয়নমুখী উদ্যোগের জন্য পরিচিত। তিনি জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাহিত্যিক অবদান কবি হিসেবে তাঁর কবিতাগুলোতে জীবনের গভীরতা ও ধর্মীয় চেতনার প্রতিফলন দেখা যায়। তাঁর কবিতাগুলোর মধ্যে “জীবনের আরাধনা” এবং “একলা নীড়ে” উল্লেখযোগ্য। মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ এর বহুমুখী প্রতিভা ও সমাজের প্রতি তাঁর অবদান তাঁকে একটি অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে। www.kamaluddinsharon.com