ছোটদের মনের মতো সাহিত্য রচনায় | শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কৃতিত্ব অনেক দিক থেকেই অনন্য। এখানে তাঁর স্থানও অন্যদের চেয়ে আলাদা। কিশোরসাহিত্যে নানামুখী বৈচিত্র্যসৃষ্টিতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুরু থেকেই সার্থক। তাঁর লেখা গল্প-কাহিনী ছোটদের মাতিয়ে রেখেছে অন্য আস্বাদে, অন্যতর পরিবেশনার গুণে। শীর্ষেন্দুর ভূতেরা একদমই ভয়ঙ্কর নয়। তারা অদ্ভুত আর আজগুবি নানা ঘটনা ঘটিয়ে গল্পের মজাদার উপসংহার তৈরি করতে ওস্তাদ। ছোটদের কল্পনা ও ইচ্ছার মর্যাদা দেয় এইসব ভূত। এই লেখকের গোয়েন্দা গল্প এবং উপন্যাসগুলিও রহস্য-রোমাঞ্চের ঠাসবুনটের চেয়ে হাসিঠাট্টা কিংবা হালকা মস্করায় পরিপূর্ণ। প্রচলিত ছকের বাইরে লেখা এইসব রচনায় তিনি ছোটদের কল্পরাজ্যটিকে নিপুণভাবে সাজিয়ে তুলেছেন। নানা রঙের ছবিতে সেই জগৎ আশ্চর্য রূপময়। তাঁর প্রতিটি কিশোর উপন্যাস ক্ষুদে পাঠকদের মনোযোগ যেভাবে আকর্ষণ করে, তা অনেকের কাছেই ঈর্ষণীয়। তাঁর লেখা গৌরের কবচ, হারানো কাকাতুয়া, গোলমাল, চক্রপুরের চক্করে, ছায়াময়, সোনার মেডেল, পাতাল ঘর, হরিপুরের হরেক কাণ্ড, দুধসায়রের দ্বীপ এবং বিপিনবাবুর বিপদ—এই দশটি অনবদ্য কিশোর উপন্যাস নিয়ে প্রকাশিত ছোটদের বহু প্রত্যাশিত ‘দশটি কিশোর উপন্যাস'। সুমুদ্রিত ও সুশোভন এই বই ছোটদের মনের মতন এক উপহার।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালের ২রা নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের টালমাটাল সময়ে পরিবারসমেত কলকাতা পাড়ি জমান। বাবার চাকরির সুবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শৈশব কেটেছে তার। কোচবিহার বোর্ডিং স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জন করেন তিনি। মাধ্যমিক পাস করেন কোচবিহার ভিক্টোরিয়া কলেজ থেকে। পরে কলকাতা কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। শীর্ষেন্দু তার পেশাজীবন শুরু করেন শিক্ষকতার মাধ্যমে। দৈনিক আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতাও করেছেন কিছুদিন। বর্তমানে সাহিত্য পত্রিকা দেশ-এর সহকারী সম্পাদক পদে নিয়োজিত আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই ভীষণ বইপড়ুয়া ছিলেন। হাতের কাছে যা পেতেন তা-ই পড়তেন। খুব ছোটবেলাতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দোপাধ্যায় এর মতো লেখকদের রচনাবলী পড়ে শেষ করেছেন। এই পড়ার অভ্যাসই তার লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলে। ১৯৫৯ সালে দেশ পত্রিকায় তার প্রথম গল্প ‘জলতরঙ্গ’ প্রকাশিত হয়। দীর্ঘ ৭ বছর পর দেশ পত্রিকাতেই প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’। এরপর থেকেই নিয়মিত লিখতে থাকেন তিনি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই এর সংখ্যা দু’শতাধিক। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস পার্থিব, দূরবীন, মানবজমিন, গয়নার বাক্স, যাও পাখি, পারাপার ইত্যাদি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর রহস্য সমগ্র রহস্যপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রায় ৪০ এর অধিক রহস্য গল্প প্রকাশিত হয়েছে ‘অদ্ভুতুরে সিরিজ’ নামকরণে। মনোজদের অদ্ভুত বাড়ি, ভুতুড়ে ঘড়ি, হেতমগড়ের গুপ্তধন, নন্দীবাড়ির শাঁখ, ছায়াময় ইত্যাদি এই সিরিজের অন্তর্ভুক্ত। এছাড়াও তিনি বেশ কিছু ছোটগল্প রচনা করেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই সমূহ দুই বাংলায় পাঠকপ্রিয়তা পেয়েছে সমানতালে। এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর বই সমগ্র অবলম্বনে বিভিন্ন সময় চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার উপন্যাস ‘যাও পাখি’ এবং ‘মানবজমিন’ নিয়ে বাংলাদেশেও ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে। তার সৃষ্ট চরিত্র শাবর দাশগুপ্ত এবং ধ্রুব পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। সাহিত্যে অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন তিনি। শিশু-কিশোরদের জন্য লেখা উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র জন্য ১৯৮৫ সালে ‘বিদ্যাসাগর পুরস্কার’ পান। ১৯৭৩ এবং ১৯৯০ সালে পেয়েছেন ‘আনন্দ পুরস্কার'। ১৯৮৮ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য অর্জন করেন ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’। এছাড়াও, ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সম্মান ‘বঙ্গবিভূষণ’ লাভ করেন তিনি।