প্রতিযােগিতামূলক পরীক্ষার জন্য ইংরেজি ভােকাবুলারি জানার কোন বিকল্প নেই, তা সে GRE বা GMAT এর প্রিপারেশনই হােক কিম্বা ব্যাংক/বিসিএস/সরকারি চাকুরির পরীক্ষাই হােক। কিন্তু আপনি নিশ্চয় ডিকশনারির সব ইংরেজি শব্দ শিখতে চাইবেন না। তাহলে কোন কোন শব্দ শিখবেন তার জন্য নিশ্চয় একটি লিস্ট করতে হবে? কিন্তু সেই লিস্ট করবেন কিসের ভিত্তিতে? এক্ষেত্রে, যেসব শব্দ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেগুলাে তালিকাতে থাকলেই হবে। কারন শব্দ শেখার শেষ নেই। আপনি যত খুশি শব্দ শিখতে পারেন, তাতে পরীক্ষায় ভাল করার সম্ভাবনা খুব একটা বাড়বে না। কিন্তু আপনি যদি ১৫০০ থেকে ২০০০ হাই ফ্রিকোয়েন্সি ইংরেজি শব্দ এবং সেগুলাের Synonym এবং Antonym শিখতে পারেন, তবে যেকোনাে পরীক্ষায় ভাল করার জন্য পিছনে ফিরে তাকাতে হবে না। অনেকেই হয়ত ভাবতে পারেন মিউজিকের শব্দ না হয় হাই ফ্ৰিকয়েন্সি হয়, কিন্তু ভাষার শব্দ আবার হাই ফ্রিকোয়েন্সি হয় কিভাবে? আসলে যেসব শব্দ পরীক্ষায় বার বার আসে সেগুলােকে হাই ফ্রিকোয়েন্সি শব্দ বলা হয়। ওয়ার্ড স্মার্ট ১ এবং ২-এ ২০০০ এরও বেশি হাই ফ্রিকোয়েন্সি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলাে শিখলে যেকোনাে পরীক্ষার জন্য ভাল প্রিপারেশন হয়ে যায়। তবে ওয়ার্ড স্মার্ট বইটি কিন্তু শুধু ভাল কিছু শব্দের লিস্ট করে দেওয়ার জন্যই বিখ্যাত নয়।