In this book Khondkar Fuzli Rubbee takes an attempt to find out the cause of the preponderance of the muslim population of Bengal, as per the Census of 1891 and to trace their origin. In this regard he commenced diligent search among the pages of the histories, chronicles of Bengal and other authentic sources. He successfully proved that the majority musalmans of Bengal were the descendents of the previous Muslim rulers of Bengal and Delhi who reigned over from 1203 to 1764 C.E. And they didnot come to the fold of Islam by force. His sober but forceful arguments based on facts, figures and documents made the book unique. Khondkar Fuzli Rubbee (1848-1917) : A great thinker, a renowned scholar and a prolific writer on social, political and cultural history of greater Bengal. He was born in Murshidabad. Fuzli Rubbee was adept in Persian and English Language. He wrote three books on the social, political and cultural history of greater Bengal. He was awarded with the title of Khan Bahadur by the then British Government. Translator : Mohammad Hasan Sharif: A Journalist, born in Dhaka. Higher Education in Statistics. Being interested in history and literature he has several books to his credit.
খানবাহাদুর খোন্দকার ফজলে রাব্বি (১৮৪৮-১৯১৭) চিন্তাশীল লেখক এবং ওই সময়কার মুসলমান সমাজের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। জন্ম বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তাঁর পিতা খোন্দকার ওবায়দুল আকবর ছিলেন মুর্শিদাবাদ নিজামত সরকারের মীর মুনশি। ফজলে রাব্বি ছিলেন মুর্শিদাবাদ নিজামত সরকারের দেওয়ান। তিনি সমকালীন সমাজ, রাজনীতি ও ইতিহাস সম্পর্কে সচেতন লেখক হিসেবে ব্যাপক সম্মান লাভ করেন। পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। অনুবাদক মোহাম্মদ হাসান শরীফ পেশায় সাংবাদিক। জন্ম ঢাকায়। পড়াশোনা পরিসংখ্যানে। পেশাগত প্রয়োজনে লেখালেখি ও অনুবাদে হাত দেওয়া। বিশেষ ঝোঁক ইতিহাসে, বিশেষ করে মোগলদের প্রতি। এরই মধ্যে তাঁর বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে।