বাঙালি শ্রোতাদের কাছে হৃদয়গ্রাহী সংগীতরূপে বিবেচিত 'আধুনিক গান' বাংলা গানের চিত্তনন্দিত ও ঐশ্বর্যশীল গীতধারা যার মাধ্যমে বাংলা গানের বহুল বিকাশ ঘটেছে বিশ্বময়। আঠারো শতকের শেষভাগে মর্তবাসী নর-নারীর মিলন-বিরহের প্রেমানুষঙ্গ নিয়ে রামনিধি গুপ্ত সূচনা করেছিলেন যে আধুনিক গান, সেই গানেরই সফল রূপকার কাজী নজরুল ইসলাম। বাংলা আধুনিক গানের দীপ্তিময় বিস্তৃতিতে ও সমৃদ্ধি সাধনে কাজী নজরুল ইসলামের অবদান চিরঅমলিন। বাণীর বিশিষ্টতায় ও সুর বৈভবে নজরুলের আধুনিক গান বাঙালি শ্রোতাদের প্রাণিত করেছে। নজরুলের রচিত আধুনিক বাংলা গানে অচ্ছেদ্যভাবে যুক্ত রয়েছে মানবিক প্রেম ও জীবনানুভূতি। জনপ্রিয়তা ও সুখশ্রাব্যতার নিরিখে নজরুলের আধুনিক গান সমকালে সমাদৃত হয়েছে। বাংলা আধুনিক গান রচনার ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবিস্মরণীয় অবদান- শ্রমবিভাজন ও শ্রোতা অভিমুখী সংগীত রচনা। নজরুলের মধুময় বাণী, সুরম্য সুর আর যথার্থ জীবনানুভূতি আধুনিক গানকে এক গৌরবময় সংগীতধারায় উপনীত করেছে। সংগীতে নজরুল ইসলাম মানুষের হৃদয় বারতা ও বাসনাকে অতি সাবলীলভাবে রূপায়িত করতেন বলেই তাঁর গান বিপুলভাবে শ্রোতাচিত্ত জয় করেছে। নজরুলের গান অনুরাগে, উচ্ছ্বাসে, বিহ্বলতায়, সংকটে গৃহবাসী মানুষের স্বপ্ন ও অনুভবের ছবি এঁকেছে হৃদয়ের পটে, ফলে সে গানের মাধ্যমে বাংলা আধুনিক গানের সীমানা প্রসারিত হয়েছে বিপুলসংখ্যক শ্রোতার হৃদয়ে। এই আধুনিক শ্রেণির গীতরচনাকে ঘিরে নজরুলের সৃজনপ্রতিভা ও হৃদয়ানুগ অনুভূতির সর্বোচ্চ প্রকাশ লক্ষ্য করা যায়। বাংলা গানের আধুনিকতার পথে বহু বাণীকার ও সুরকারের মৌলিক পদচিহ্ন অঙ্কিত হলেও নজরুলের সৃজন প্রতিভার পরশে মহিমান্বিত হয়ে উঠেছে আধুনিক গান। বাংলা প্রেমের গানের অসামান্য যে ধারা পল্লবিত হয়ে উঠেছে নজরুলের আধুনিক শ্রেণির গানকে কেন্দ্র করে-সে প্রসঙ্গ নিয়ে এ গ্রন্থ। নজরুলের সমকালীন ও পূর্বাপর সঙ্গীতকারদের রচিত সেই অধুনিক গান, বাংলা গানের ইতিহাস, ঐতিহ্য, বিচিত্র ধারা, নজরুলের আধুনিক গানের গীতিকার ও সুরকার প্রসঙ্গ, নামকরণ, গানের বৈশিষ্ট্য, রচনার প্রেক্ষাপট, বিভিন্ন সুরকার, অন্য সঙ্গীতকারদের সঙ্গে তুলনা, আধুনিক বাংলা গানের অমর রূপকারগণের গান, সমকালীন সুধীজনের স্মৃতিচারণে নজরুলের গান প্রভৃতি প্রসঙ্গ আলোচিত হয়েছে এ গ্রন্থে
Title
সমকালীন বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের আধুনিক গান
ড. দেবাশীষ বেপারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি এ প্রজন্মের একজন নবীন পরিশীলিত গায়ক ও অন্বেষক। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগর উপকূলবর্তী সুন্দরবন সংলগ্ন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন কাঁঠালতলী ইউনিয়নের বকুলতলা গ্রামে ১৯৮৫ সালের ২২শে মার্চ জন্মগ্রহণ করেন। পিতা অনিল চন্দ্র বেপারী ও মাতা সবিতা রানী। শৈশবেই পিতৃহারা হন তিনি। বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালতলী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও পাথরঘাটা মহাবিদ্যালয় থেকে যথাক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়াশুনা শেষ করেন। পরবর্তীকালে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সংগীত বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী 'জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন'-এর সাধারণ সম্পাদক ছিলেন। নজরুল স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০১৩ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০২১ সালে 'সমকালীন বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের আধুনিক গান' শীর্ষক গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নজরুলের গান ও গায়কীর প্রতি গভীর অনুরাগী এক অনুসন্ধিৎসু গবেষক ও শিল্পী তিনি। কাজী নজরুল ইসলাম ও বাংলা গানের অমর সংগীতকারদের বিচিত্র ধারার গান নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। দেশি-বিদেশি গবেষণাধর্মী পত্রিকার সংগীত বিষয়ক প্রবন্ধকার তিনি। তাঁর প্রকাশিত গবেষণা গ্রন্থ- 'নজরুলের গানে প্রকৃতি প্রীতি' এবং 'নজরুলের কলকাতা বেতার কেন্দ্রের জীবন ও গান'।