জনাব মোঃ হেলাল উদ্দীন, জন্ম- ১৯৫২ সালের ১লা জানু- য়ারি এক সম্ভ্রান্ত পরিবারে। পিতা: মরহুম কলিম উদ্দিন শাহ্ ফকির, মাতা: মরহুমা আমেনা খাতুন, গ্রাম: দরুব বালী, পোঃ শাহেরবানু, উপজেলা: নেত্রকোণা সদর, জেলা: নেত্রকোণা। শিক্ষাগত যোগ্যতা- এস.এস.সি. ১৯৬৭, মোহনগঞ্জ পাইলট স্কুল, মোহনগঞ্জ; এইচ.এস.সি ১৯৬৯, নেত্রকোণা কলেজ, নেত্রকোণা; বিএ, ১৯৭৩, দিবা-নৈশ কলেজ, দৌলতপুর, খুলনা; এল.এল.বি, ১৯৮৬, মোমেনশাহী "ল" কলেজ, ময়মনসিংহ। পেশা- আইনজীবী, জজ কোর্ট, নেত্রকোণা। স্ত্রী- মমতাজ বেগম, শিক্ষিকা (অবঃ), বালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সদর, নেত্রকোণা। চার সন্তানের জনক। কন্যাগণ ১. জান্নাতুল রুবিয়া, পতি- শাহাদত উল্লাহ ২. জান্নাতুল ফেরদৌস পতি- মোস্তফা আনোয়ার, ৩. জান্নাতুল নাঈম, পতি- মোস্তফা সালেহীন। কন্যারা সবাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। একমাত্র পুত্র আশিক কিবরিয়া সজীব। গীতি কবিতা রচনার জন্য তিনি পারিবারিক ও বিভিন্ন মহল থেকে পেয়েছেন উৎসাহ-উদ্দীপনা। তিনি পরিশ্রমী ও ধৈর্যশীল ব্যক্তি। শত ব্যস্ততার মধ্যেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন। মরমি কবি মোঃ হেলাল উদ্দীন তিনি "হেলাল-গীতিসমগ্র" (১ম-৫ম খণ্ড) প্রকাশিত হল। তাঁর রচিত গীতিকবিতাসমূহ শিল্পীদের মধ্যে সাড়া জাগাবে এবং পাঠকগণ তা পাঠ করে আনন্দ পাবেন বলে প্রত্যাশা করি। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।