জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিজ্ঞপ্তি ও নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর শিক্ষাক্রম ছক গুর্খানুপুঙ্খ অনুসরণে ২০১৫ সালের জুন মাসে আমাদের লিখিত এ বইটি একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক হিসেবে প্রকাশিত হয়। বইটির প্রকাশ ও সংস্করণের পর সম্মানিত শিক্ষক ও স্নেহের শিক্ষার্থীগণ প্রশংসা ও অভিনন্দনের পাশাপাশি পরামর্শ এবং গঠনমূলক সমালোচনা করেছেন। এসব মতামতের আলোকে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সংশোধন ও প্রয়োজনীয় তথ্যাবলি সংযোজন করে NCTB অনুমোদিত সিলেবাসের আলোকে এ বইটি প্রকাশ করা হলো। সর্বোপরি পরিবর্তিত সৃজনশীল পদ্ধতির আলোকে বিষয়বস্তুর উপস্থাপনা ও প্রাসঙ্গিক তথ্যাবলি এ বইয়ে সন্নিবেশিত হলো। আমাদের দেশের নতুন প্রজনন্মকে বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু, সর্বোপরি মেধাবিকাশে কার্যকর অবদান রাখার লক্ষ্যে বইটিতে বিষয়বস্তুর শেষে 'চিন্তা করে উত্তর দাও' এবং বিশ্লেষণীয় তথ্যনির্ভর 'জেনে নাও (বক্স আকারে)' দেওয়া হয়েছে। 'নিজে কর' ও 'দলগতভাবে কর' প্রেক্ষাপটে বিষয়বস্তুর উপর অনুশীলনমূলক কাজ দেওয়া হয়েছে। এছাড়াও অধিক অনুশীলনের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে ওয়েবসাইট লিংক প্রদত্ত হয়েছে। আমাদের বিশ্বাস এগুলো শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে সুদৃঢ় ভিত্তি প্রদান করবে এবং মানসিক বিকাশে সহায়তা করবে। প্রতিটি অধ্যায়ে অন্তর্ভুক্ত সকল তথ্যাবলি সন্নিবেশ ও ব্যবহারিক বিষয়ের উপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এসব অনুশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে পারস্পরিক সহযোগিতার মনোভাব প্রদর্শনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারবে। তত্ত্বীয় অংশের সাথে ব্যবহারিক অংশ আলোচনার সময় ডায়লগ বক্স, মেনুযায়, কমান্ড লিস্টসহ সংশ্লিষ্ট চিত্র সংযুক্ত করা হয়েছে। ধারাবাহিকভাবে আলোচনার পাশাপাশি যুগোপযোগী চিত্র উপস্থাপন করায় শিক্ষার্থীর নিকট বিষয়টি আত্মস্থ করা অধিক সহজ হবে। ওয়েব পেইজ, প্রোগ্রামিং অংশে উদাহরণ ও প্রেজ্ঞামের সাহায্যে এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারিক সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এতে সহজেই শিক্ষার্থীরা অয়েব পেইজ ডিজাইন, প্রোগ্রামিং ও ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বুঝতে পারবে।