১. যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেকোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান; ২. যারা সরকারি-বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হতে চান; ৩. সাধারণ জ্ঞান অনুসন্ধানী ও সবসময় আপডেট থাকতে আগ্রহী; ৪. যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে চান; ৫. পিএসসিসহ সকল সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষায় সাফল্য পেতে চান; ৬. ক্যাডেট কলেজ ও মেডিকেল কলেজে চান্স পেতে ইচ্ছুক; ৭. প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাফল্য চান; ৮. বিসিএসসহ যে কোনো প্রতিযোগিতামূলক মৌখিক পরীক্ষায় সাফল্য পেতে ইচ্ছুক; ৯. যারা প্রচলিত ভুল তথ্য থেকে বেরিয়ে নিজেকে সমৃদ্ধ করতে চান। প্রিয় শিক্ষার্থী, GK Flex প্রকাশ করতে পেরে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই জানি, সাধারণ জ্ঞানের কোনো সুনির্দিষ্ট পরিধি নেই। যে কোনো বিষয় নিয়ে এখানে প্রশ্ন হতে পারে। সাধারণ জ্ঞানের এই সুবিশাল পরিধিকে বিভিন্ন শাখা-প্রশাখায় সাজিয়ে পরিমার্জিত, পরিবর্ধিত ও সুবিন্যস্ত কলেবরে প্রকাশিত হলো GK Flex | মানব জীবন শুধু পেশাগত দক্ষতা অর্জনেরই নয়, নৈতিক উৎকর্ষের জন্যও বটে। জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে প্রয়োজন সুশিক্ষা। আর সুশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য লাভ করে শিক্ষাজীবন শেষে অংশগ্রহণ করতে হয় চাকরির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষায়। তাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনে প্রয়োজন নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্যপূর্ণ বই। GK Flex শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা ও নির্ভুল তথ্য প্রদানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রস্তুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি, মেডিকেল ভর্তি, ব্যাংক নিয়োগ, শিক্ষক নিয়োগ, বিসিএস, পিএসসি'র সকল নিয়োগ, সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি এবং মৌখিক পরীক্ষাসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য সাধারণ জ্ঞানের শ্রেষ্ঠ বই GK Flex। বইটি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে সাধারণ জ্ঞান সম্পর্কিত সব ধরনের তথ্যের সময়োপযোগী ও পূর্ণাঙ্গ সংকলন। কিন্তু সাধারণ জ্ঞান বিশেষত; ভূ-রাজনৈতিক বিষয়াবলি নিয়ত পরিবর্তনশীল সে বিবেচনায় বইটির মানোন্নয়নে যেকোনো পরামর্শ সাদরে গ্রহণের প্রতিশ্রুতি রইল।
জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী তবীব মাহমুদ বহুমুখী প্রতিভার অধিকারী এক ক্ষণজন্মা তরুণ। অসাধারণ সব গানের লিরিক লেখা, সুর করা, কণ্ঠ দেওয়া, কবিতা লেখা এবং গদ্য রচনার পাশাপাশি সাধারণ জ্ঞানের বই লিখে পরিপক্কতার পরিচয় দিয়েছেন ইতোমধ্যে। ২০২০ সালে প্রকাশিত তার সাধারণ জ্ঞানের (জিকে) বই ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। এ বছর বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের জন্য লিখেছেন সাধারণ জ্ঞানের বই "জিকে ফ্লেক্স সাধারণ জ্ঞান।" মুহাম্মদ ফজলুর রহমান ও রোজিনা আক্তার দম্পতির একমাত্র পুত্র তবীব মাহমুদ জন্মগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা সদর থানার দাশড়া গ্রামে, ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর। দুই বোন মালিহা ও লাবীবা। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। তরুণ এই কবি তাঁর লেখার মাধ্যমে তুলে এনেছেন জনমানুষের না বলা কথা। ক্ষুধামুক্ত পৃথিবী ও সুশিক্ষার জন্য তিনি লড়ে যাচ্ছেন স্রোতের বিপরীতে। পথশিশু-মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখে চলছেন প্রতিনিয়ত। এজন্য ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) তাঁকে 'ট্রান্সফরমার' খেতাবে ভূষিত করেছে এবং তাঁর গল্প নিয়ে নিয়ে প্রকাশ করেছে 'ট্রান্সফরমার' নামের একটি বই, যা উন্নয়নশীল দেশগুলোতে ছোটো ছোটো শিক্ষার্থীদের অনুপ্রেরণার গল্প হিসেবে পঠিত হচ্ছে। তরুণ এই লেখক তাঁর লেখার মাধ্যমে ইতোমধ্যেই জয় করেছেন লাখো মানুষের মন। ২০১৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'আমি মানুষ বলেই'। ২০২০ সালে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ 'কিছু বইয়ের নাম থাকে না'। ২০২৩ সালের একুশে বইমেলায় প্রকাশিত তাঁর কব্যগ্রন্থ 'আহত আত্মার মুক্তি চাই' ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। ২০২৪-এর বইমেলায় প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ 'প্রশান্তি' ও 'বাংলায় English শিখি' নামে ২টি বই।