রহমতের ফল্গুধারা—প্রায় এক হাজার হাদীসের একটি অনবদ্য সংকলন। এসব হাদীসে ঈমান, ইবাদত, সামাজিক আচরণ, লেনদেন, পারিবারিক জীবন, নারী-পুরুষের সম্পর্ক, খাদ্য ও পোশাক, চিকিৎসা, দৃষ্টিভঙ্গি, অন্তর্দৃষ্টি, আবেগ, শিষ্টাচার, চরিত্র গঠন, জাগতিক জীবন এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসহ একজন মুসলিমের স্বাভাবিক জীবনযাপনের সব বিষয়ই বর্ণনা করা হয়েছে। —————————————————— রহমতের ফল্গুধারা ইংরেজি ভাষায় (বাংলা ভাষায়ও) হাদীস শাস্ত্রের শূন্যতা পূরণ করেছে। প্রতিটি মুসলিমের জন্যই এটি একটি অবশ্যপাঠ্য গ্রন্থ; বিশেষ করে যাদের হাদীসের দীর্ঘ ঐতিহ্যময় ব্যাখ্যা-বিশ্লেষণ পদ্ধতি ও প্রেক্ষাপট জানার আগ্রহ রয়েছে। হাদীস শাস্ত্রের জটিল পরিভাষা এড়িয়ে এখানে হাদীসগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে যে কেউ তা পড়তে ও বুঝতে সক্ষম হবে। এ জন্য খালিদ বেগ অবশ্যই কৃতিত্বের দাবিদার। —মুফতী মুনতাসির জামান, An Introduction to Sahih Al-Bukhari : Author's Biography, Recensions and Manuscripts-এর অনুবাদক। —————————————————— আমি খুবই আনন্দিত, আমাদের সম্মানিত ভাই খালিদ বেগ এ রকম একটি চমৎকার সংকলন উপস্থাপন করেছেন। তিনি আধুনিক মুসলিম—যুবক ও বৃদ্ধ সবার জন্যই বিরাট খেদমত করে যাচ্ছেন। এখানে প্রতিটি হাদীস সাবলীল অনুবাদসহ মূল ইবারতে সংকলন করা হয়েছে। আর এর সঙ্গে সংক্ষিপ্তভাবে যুক্ত করা হয়েছে স্বচ্ছ ও চিন্তাশীল ব্যাখ্যা-বিশ্লেষণ। হাদীসগুলোকে ঐতিহাসিক প্রেক্ষাপটেই বর্ণনা করা হয়েছে এবং তা থেকে আমাদের জীবনের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ বের করা হয়েছে। লেখক প্রাচ্যবিদ, ইসলামফোবিয়া ও হাদীস অস্বীকারকারীদের সন্দেহ ও অভিযোগকে জটিলভাবে পর্যবেক্ষণ ও খণ্ডন করেছেন। এতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা-বিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে। গ্রন্থটি সুখপাঠ্য এবং পড়া ও বোঝা সহজসাধ্য; তবে এটি খুব গভীর তাৎপর্যপূর্ণ, শিক্ষণীয় এবং দিক-নির্দেশনামূলক। এটি অবশ্যই ক্রমবর্ধমান ইংরেজি ইসলামী সাহিত্যে অনবদ্য সংযোজন। আমার দৃঢ় বিশ্বাস, ইসলামী স্কুলসহ সকল মসজিদে দৈনিক কিংবা সাপ্তাহিকভাবে গ্রন্থটি অধ্যয়ন ও চর্চা করা হবে। —ড. মুজাম্মিল হক সিদ্দীকি, দি ইসলামিক সোসাইটি অব অরেঞ্জ কান্ট্রি, গার্ডেন গ্রোব, ক্যালিফোর্নিয়া —————————————————— ইংরেজিতে হাদীস-শাস্ত্রের সংগ্রহ বা আলোচনার ব্যপ্তি তুলনামূলকভাবে বেশ সীমিত। যা আছে, বেশিরভাগই জটিল অনুবাদের কারণে সাধারণ পাঠকের জন্য তা বোঝা কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে খালিদ বেগ-এর রহমতের ফল্গুধারা একটি অত্যন্ত প্রাসঙ্গিক, সহজবোধ্য এবং বিস্তৃত হাদীসের সংগ্রহ হিসেবে অপরিহার্য। এই গ্রন্থটি মআ’রিফুল হাদীস-এর উপর ভিত্তি করে তৈরি এবং এর সহজ, অর্থবোধক অনুবাদ ও ব্যাখ্যা। বইটি মুসলিম ইংরেজি-ভাষী সমাজের প্রতিটি ঘরের বইয়ের শেল্ফে জায়গা পাওয়ার দাবি রাখে। —শায়খ বিলাল আলী আনসারী, হাদীস বিভাগ, দারুল কাসিম, শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র।