বন্ধুত্ব কি শুধু চাওয়া-পাওয়ার হিসাব? নাকি জীবনের প্রতিটি খুঁটিনাটি মুহূর্তে একসঙ্গে থাকা, হাসি-কান্নায় মিশে যাওয়া, হারিয়ে খুঁজে পাওয়া এক অমূল্য সম্পর্কের নাম? “বন্ধুত্বে চাওয়া পাওয়া” সেই প্রতিটি গল্পের কথা বলে, যেখানে বন্ধু কেবল একটি শব্দ নয়, বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই বইয়ে আমি শুধু বন্ধুত্বের রূপকথা বলিনি, বলেছি সেই অনুভূতির কথা যা আমরা অনেকেই মুখ ফুটে, বলে না। এখানে আছে সেই না বলা কথার গল্প, যা আমরা হয়তো গভীর রাতে বন্ধুর কাছে বলতে চেয়েছি, কিন্তু বলা হয়নি। বেস্টফ্রেন্ডের জন্য কাঁদা, সেই ছোট্ট ঝগড়া, হেসে কেটে যাওয়া দিনগুলো, অভিমানের পর স্পর্শময় একটি ক্ষমা, সবই আছে এই বইয়ের প্রতিটি পাতায়। আপনি যদি কখনও বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে ধরে রাখতে চান, এই বই আপনার জন্য। যদি আপনার জীবনে এমন একজন বন্ধু থাকে যার সঙ্গে চাওয়া-পাওয়ার হিসাব নেই, কেবল নিঃস্বার্থ ভালোবাসা আর নির্ভরতা আছে, তবে এই বইয়ের প্রতিটি শব্দ আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আসুন, “বন্ধুত্বে চাওয়া পাওয়া” বইটি পড়ুন এবং খুঁজে নিন আপনার বন্ধুর সঙ্গে কাটানো সেই মধুর স্মৃতিগুলো !