এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি যে পরীক্ষা অধিকাংশ শিক্ষার্থীদের খারাপ হয় তার মধ্যে English অন্যতম। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে English আমাদের নিজস্ব ভাষা নয়, আমাদের দৈনন্দিন জীবনে এর চর্চাও কম। ঢাকা কিংবা বড় শহরে যারা বসবাস করে তারা নানাভাবে ইংরেজির সাথে পরিচিত হলেও অধিকাংশ শিক্ষার্থীদের নিকট এখনও English একটি ভয়াবহ শব্দ, ভাষা আর পরীক্ষা। সকলের জন্য ইংরেজিকে সহজ করে আনার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই বইটিতে রয়েছে বইয়ের গুরুত্বপূর্ণ seen comprehension এর অনুবাদ, প্রয়োজনীয় প্রশ্নাবলী এবং উত্তর করতে পারার জন্য Special Suggestion and Directives। Seen Comprehension ছাড়াও অন্যান্য সকল আইটেমের ক্ষেত্রেও প্রচন্ডরকম যত্ন নিয়ে বইটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। একটি বইতে রয়েছে English 1st and 2nd Paper এর সকল আইটেমের বিগত বছরের প্রশ্ন এনালাইসিস সহ প্র্যাক্টিস এর জন্য পর্যাপ্ত প্রশ্ন ও উত্তর। এই একটি বই দিয়েই সম্পূর্ণ English 1st and 2nd Paper এর প্রস্তুতি হয়ে যাবে তোমাদের ইনশা আল্লাহ। তবে মূল বই এর কোন বিকল্প নেই। মনে রাখবে আমরা সাজেশন ও সাপ্লিমেন্ট তৈরি করি তোমাদের জন্য। যেকোন সাজেশন effective হওয়ার জন্য তোমাদের আগে মূল বিষয়টি ভালো করে জানতে হবে, জানতে হবে মূল বইকে।