যদিও জীবন মানে শিল্পকলা নয় কিন্তু যেখানে শিল্পকলা সেখানেই জীবন, প্রাচুর্যতা, স্বাস্থ্য। আমার কাছে অনবদ্য প্রধান শিল্পকলা হচ্ছে কবিতা। যেখানে জীবন সেখানেই কবিতা। চারদিকের স্বাস্থ্যহীন কদর্য পরিবেশ, রুগ্ন-মননের যাপন, সীমাহীন মন-বৈকুল্যতার রুগ্ন-চিত্ত-বিনোদন। যেখানে শিল্প বিমুখতা, কবিতা বিমুখতা, আমাদেরকে নিয়ে যাচ্ছে- গহীন অন্ধকারে, সেখানে আমি বেঁচে উঠি রাশ-রাশ কবিতা ও শব্দাবলিতে। আমাকে প্রভাবিত করেন জীবনানন্দ, হুমায়ুন আজাদ, রবার্ট ফ্রস্ট। আমি তাঁদের পাঠ করি আর গ্লানি থেকে, শিল্পকলাহীন পরিবেশ থেকে বহুদূরে গিয়ে যাপন করতে থাকি অনবদ্য সুখকর শিল্পকলা। আমি বিশ্বাস করি- হিংসা ও সাম্প্রদায়িক দাঙ্গা থেকে পৃথিবী একদিন মুক্তি পাবে, পৃথিবীটা মানুষের হবে। কবিতা কি? আমার কাছে কবিতা হচ্ছে মনের গভীর থেকে উঠে আসা অনুভূতির চার দেয়াল। এই অনুভূতিগুলোকে যারা প্রলম্বিত করেছেন তাদের প্রতি অশেষ ভালবাসা। এমনই একজন বন্ধুবর অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল হক, যার অনুপ্রেরণায় আমার চিরকুট গুলো মলাটবন্দি। কবি জয় জাহাজীর কাছ থেকে ছোটবেলা থেকে পেয়েছি সঙ্গ-মিত্রতা। মানুষ সৃষ্টি করতে পারে কিন্তু একা সমন্বয় করতে পারে না! এই সমন্বয়ে যারা ভূমিকা রেখেছেন-তাঁদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।