সম্পাদকীয় পরমকরুণাময় আল্লাহর অশেষ কৃপায় ২০২৪ সালে সুজন সখীর সাহিত্য পরিষদ পরিবারের পক্ষথেকে প্রকাশিত ষষ্ঠ বই “চেতনায় দীপ্ত নারী”। গ্রুপের ১৪ জন জনপ্রিয় নারী পরিচালকের অসাধারণ ১২৮টি গল্প-কবিতার সম্পাদনা করতে গিয়ে আমি কখনো হেসেছি কখনোবা নিজের অজান্তেই বাম হাতে চোখের জল মুছেছি। লেখাগুলো পড়তে গিয়ে খুব বেশি আবেগ আপ্লুত হয়েছি আমি। কবিতাগুলো পড়তে পড়তে তলিয়ে গিয়েছি কাব্যের অতল গহব্বরে। আর গল্পের ক্ষেত্রে মনে হয়েছে, আমি নিজেই যেন গল্পের প্রধান চরিত্র! দ্রোহ প্রেম, সমাজ জীবনে যাপিত প্রকৃতির প্রতি অকৃত্রিম বন্দনার নানাবিধ শৈল্পিক প্রকাশ অত্যন্ত স্বচ্ছতার সহিত প্রকাশিত হয়েছে উক্ত লেখাগুলোর মাঝে। তাইতো আমি মনে করি, আমাদের “চেতনায় দীপ্ত নারী” নামক বইটি সকল পাঠকের মনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। বইটিরসাথে সম্পৃক্ত সকল কলা-ক‚শলী ও লেখয়ীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসার শুভেচ্ছা। একটি কাজ করতে গেলে শত চেষ্টার পরেও কিছু ভুল থাকার সম্ভাবনা রয়েই যায়। আশা রাখি আমাদের আজান্তে হয়ে যাওয়া ছোট ছোট ভুলগুলো সকল পাঠক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়- - মল্লিকা রহমান লিপি