সুখচর
আগাছাহীন জীবন জমিন, সুখপাঠে পরিপূর্ণ, সাহসী চিরযৌবন মায়াভরা দিপালি রাতে কামনার উদ্ভ্রান্ত পাঠ, মিহি শশীকলা গতরের নিমগ্ন অন্ধরে, বিভ্রান্ত গতির নীতিহীন প্রতিপত্তি তুচ্ছ নগরে নবাগত আগন্তুক, যাযাবর মেঘ সফল উদ্ভ্রান্ত মতিভ্রমে।
সর্পিল সময়ে সঠিক নিশানা, মোহভঙ্গ ইতিহাস পাপিষ্ট থাবায় ভুল করে জপমালা নিয়তির নগ্ন খেঁাপা, বিরতির পোয়া বারো ক্রোধ নেই, কামনার তপ্ত হাওয়ায় ভাসমান অবয়ব মুগ্ধতার কোলাহলে বহমান নিমগ্নতা, হুলফোটা গতরে স্বর্গের অনুভব, নিস্তব্ধ নীরবতায় লজ্জিত জল, আহ!
বিরান চেতায় হলদে মেঘের বিছানা, কুণ্ঠিত সাহসে আবেগি চেতনা, কেবলই সুখ, কেবলই সুখ, মুখের আদল বাতাসে রং বদলায়, দৌড়ায়, কেবলই সুখ, আহা! কেবলই সুখ স্বর্গের সব পথই চেনা, সুখের নহরে ভাসা জীবন, চলে চলে যায়, নদীর সীমানায় গাছেদের কানাকানি, কত কী।
আবেগের ঘোড় সওয়ার নাগরিক বিভ্রমে, গতরের স্পর্শে জেগে ওঠা চর, প্রতিবাদ প্রতিরোধে অর্জিত সুখ, ছুটে চলা হাসি, না—হারানো চেতনার স্মৃতি, নির্বোধ সাফল্যে হাসির চাদর আধপেটা জীর্ণ শরীরও জেগে উঠে শরীরী উষ্ণতায়, আহ সুখ সহজে মেলে, নির্ভাবনায়, সস্তায়, চাইলেই মুঠো ভরা যায় এই তো জীবন, অনুভবে জীবন সফল, জন্মটাও সার্থক আহ! সুখহীন চলে যেতে নেই, সুখহীন চলে যাওয়া পাপ।