কথায় সাহিত্য, একজন লেখক, কবি, সাহিত্যিক যখন তাঁর বিবেক তন্ত্রীতে জেগে উঠা বিষয়কে মনের মাধুরি মিশিয়ে চমৎকার বাচনভঙ্গিতে উপস্থাপন করেন এবং তা পাঠকের হৃদয়ে বিশেষ ভাবে ছুঁয়ে যায়, তাই সাহিত্য। কবি, সাহিত্যিক ও ছড়াকার মোঃ শাহানুর রশিদ পেশাগত জীবনে একজন সফল প্রকৌশলী। দেশের যোগাযোগ ও বসবাস যোগ্য আবাস নির্মাণে ছুঁটে চলেন আনাচে—কানাচে। সাথে লালন করেন বাংলা মায়ের শ্যামল রূপের মাধূর্যতা। জেগে উঠে তাঁর মনো আকাশে কাব্যিক ঝড়, গল্পের আসর আর নানা চরিত্রের উপজীব্য। এভাবেই তিনি লিখে চলেছেন কবিতা, ছড়া, পদ্য, গল্প ও উপন্যাস। তাই আমি নির্দ্বিধায় তাঁকে একজন বৈচিত্র্য ভাবনার ধারক হিসাবে উপস্থাপন করতেই পারি। জনাব শাহানুর রশিদ তাঁর বেশ কিছু কাব্যগ্রন্থের পর উপহার দিতে চলেছেন গল্পগ্রন্থ, ‘ত্রিভুজের এক বাহু লাল’। যেখানে স্থান করে নিয়েছে আটটি ভিন্নধারা ও রসের গল্পগুচ্ছ, গল্পগুলো আমাদের প্রত্যহিক ধারার সত্য মিথ্যা ত্রুটি বিচ্যূতিতে চমৎকার ভাবে অঁাচড় কেটেছে। কিছু গল্প আমার পাঠক সত্ত্বায় ভীষণ ভাবে আলোড়ন তুলতে সক্ষম হয়েছে। তরুণ লেখক অভিজ্ঞ প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ শুধু লেখার জন্য লেখেন না বরং সময়ের আল্পনায় টিকে থাকবেন সাহিত্যাকাশে, তা আমি হলফ করে বলতে পারি। ‘ত্রিভুজের একবাহু লাল’ পড়–ন এবং আমার উচ্চারিত কথামালার সারমর্ম অনুভব করুন।