ভূমিকার কিছু অংশ : [... এমবিবিএস পাস করার পর জীবনের স্বাভাবিক নিয়মে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। ব্যস্ত থাকি নিজেদের পেশাগত আর পারিবারিক জীবন নিয়ে। কারো কারো কর্মক্ষেত্র এক হলে দেখা হয় মঝে মধ্যে। অথবা একদেশে কাছাকাছি থাকলেও যোগাযোগ টা থাকে। এর বাইরে ধীরে ধীরে আমরা একে অন্যের নাম, চেহারা ভুলতে থাকি। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। বন্ধুরা পেশাগত জীবনে মোটামুটিভাবে স্থিত হয়। আর তখনই কেমন যেন একটা শূন্যতার অনুভূতি আর বন্ধুদের জন্য মন কেমন করার শুরু। এরই পরিপ্রেক্ষিতে ২০০৭ এ ফোরাম সৃষ্টি হয়। আবার শুরু হয় কথা বিনিময়। একে অন্যের কাছাকাছি আসতে শুরু করে। পরস্পরের সাথে দেখা হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। ২০১০ সালে কক্সবাজার-সেন্টমার্টিন দিয়ে DMC K-37 এর ভ্রমণ শুরু। সেটা আজও চলমান। এক বছর দেশে তো পরের বছর বিদেশ। কখনও বা একই বছর দেশ ও বিদেশ। সবাইকে লম্বা তালিকাটা মনে করিয়ে দিচ্ছি-- ২০১০ কক্সবাজারÑসেন্টমার্টিন, ২০১২ সুন্দরবন, ২০১৪ আগস্টÑমিলান, ডিসেম্বর-রংপুর, ২০১৫ হবিগঞ্জ, ২০১৬ অস্ট্রেলিয়া, ২০১৭ কুয়াকাটা, ২০১৮ ইজিপ্ট, ২০২০ কক্সবাজার, ২০২৩- বগুড়া (এপ্রিল) মালদ্বীপ-শ্রীলংকা (নভেম্বর)| সবসময় সব বন্ধু হয়ত যুক্ত হতে পারেনা বন্ধুত্বের এই মহোৎসবে। কিন্তু ভালোবাসার এই ভ্রমণ চালু থাকে। যে যখন সুযোগ পায় এতে যোগ দেয়। আমাদের প্রবাসী বন্ধুরা যারা ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, সিঙ্গাপুর, সৌদী আরব থাকে, তাদের মধ্যে অনেকেই আসে অমলিন বন্ধুত্বের এই অভিনব যাত্রায় যোগ দিতে। আড্ডা, গল্প, গানে কাছে থাকার দিনগুলো কেটে যায় যেন পাখির ডানায় ভর করে। সময়... সে তো কারো জন্য থেমে থাকে না। তবে তার মধুর স্মৃতিগুলো জমা হয় মনের ঝাঁপিতে। অবসরে কখনও কখনও সেই ঝাঁপি খুলে আমরা নিই তার মিষ্টি সুবাস। ২০১৬ থেকে আমি বন্ধুত্বের এই ভ্রমণের সাথে যুক্ত হই। ২০১৮ তে ইজিপ্টে গেলে আমাদের ভ্রমণকালীন কথোপকথনগুলো লিখে রাখতে শুরু করি। আমার এই লেখা কোনো অর্থেই ভ্রমণকাহিনি নয়। কারণ প্রতিটা জায়গার খুুঁটিনাটি বর্ণনা এতে নেই। এসব তো ইউটিউব আর গুগল সার্চ করলেই পাওয়া যায়। আমি শুধু আমাদের আড্ডা, খুনসুটি, বন্ধুদের সংবেদনশীল মন আর রসবোধ তুলে ধরতে চেয়েছি। এসবই অমূল্য আমার কাছে। প্রতিটা ভ্রমণে সার্বক্ষণিক আমার পাশে থেকেছে আমার বর নাসিম রেজানুর। সিংহভাগ ছবি ওর তোলা। এছাড়া কক্সবাজার ট্যুরে পর্ব-২ এ কবিতা, শেষ পর্বে সংযুক্তি ও মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুরে পর্ব-২৩ খ তে ওর স্বরচিত দুটো কবিতা আছে। তবে ঘরের মানুষকে কৃতজ্ঞতা জানানোর কী আছে? মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণের কিছু ছবি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়েছি। আমার খুব প্রিয় বান্ধবী মিনি মালদ্বীপ-শ্রীলঙ্কা ভ্রমণ কাহিনির ছয়, নয় ও ষোল পর্বে তিনটে সংযুক্তি দিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছে।...]