"Fundamentals of Marketing" বইটির ভূমিকা থেকে নেয়াঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মার্কেটিং বিষয়টি একটি নতুন সংযােজন। পূর্বে “ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের আওতায় সীমিত আকারে মার্কেটিং বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে প্রশ্ন করা হতাে। কিন্তু বর্তমানে এইচএসসির সিলেবাসে মার্কেটিং বিষয়টি আলাদা বিষয় হিসাবে সংযােজিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও মার্কেটিং বিষয়ের উপর অধিক গুরুত্ব আরােপ করে অন্য চারটি বিষয়ের ন্যায় (বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা) মার্কেটিং বিষয় ভর্তি পরীক্ষায় অন্তর্ভূক্ত করেছে। ভর্তি পরীক্ষায় মার্কেটিং বিষয়টি নতুন, কিন্তু অজেয় নয়। বিষয়টি অত্যন্ত সহজ কিন্তু চিন্তানির্ভর। তাই ভয় পেয়ে বরং প্রতিটি অধ্যায় অত্যন্ত মনােযােগসহকারে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। FUNDAMENTALS OF MARKETING বইটি রচনায় স্যার ফিলিপ কটলার ও গেরি আরমস্ট্রং-এর PRINCIPLES OF MARKETING বইসহ অনেক ভালাে ভালাে মনিষীর ভালাে বইগুলাের সহায়তা নেয়া হয়েছে। তাই বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অধ্যায় একজন শিক্ষার্থী খুব ভালাে ভাবে আয়ত্ব করতে পারলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেমন শতভাগ সঠিক উত্তর করতে সমর্থ হবে তেমনি বাস্তব জীবনেও অনেক বেশি উপকৃত হবে। শিক্ষার্থীরা যাতে খুব সহজে মার্কেটিং বিষয়ে ভর্তি পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারে তাই বইটিতে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে সকল গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। বইটিতে রয়েছে বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান, অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ ও নির্ভরযােগ্য তথ্য, গুরুত্বপূর্ণ MCQs, ১০টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং ৩টি স্পেশাল মডেল টেস্ট। প্রতিটি তথ্য সংগ্রহে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।