হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফী রাদিয়াল্লাহু তা'আলা আনহু কোনো একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল! ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটি কথা বলুন, যে সম্পর্কে আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। জবাবে আল্লাহর রাসূল বললেন, “বলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। অতঃপর এই কথার ওপর অবিচল থাকো।” আসমান-যমীনের সর্বত্র আল্লাহ তা'আলার কুদরত ও হিকমতের অসংখ্য প্রমাণ ও নিদর্শনাদির প্রতি কেউ শিক্ষামূলক অনুসন্ধিৎসু দৃষ্টি নিক্ষেপে এবং বিশ্বসৃষ্টির বিশ্ময়কর ব্যবস্থাপনার ব্যাপারে গভীরভাবে গবেষণা করলে অবশ্যই আল্লাহ তা'আলার ওপর তার দৃঢ় বিশ্বাস ও অবিচল আস্থা জন্মানোর সাথে সাথে তার হৃদয় গহীনে এ ঈমান বদ্ধমূল হবেই যে, আল্লাহ তা'আলাই সর্বপ্রকার গুণাবলির একচ্ছত্র কেন্দ্রবিন্দু। তিনিই সকল সৌন্দর্যের উৎস ও স্বতঃই স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর প্রতি ঈমান এনেছি বলে দাবী করলেই সত্যিকার মুমিন হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার প্রতি ঈমান আনয়নের সাথে সাথে মুমিনের ওপর আরোপিত হয় ঈমানের অলঙ্ঘনীয় দাবী। আল্লাহর প্রতি ঈমান মূলত কী এবং ঈমানের সেই দাবী পূরণে আমাদের করণীয় কী - এটিই হচ্ছে এ গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়।