ভূমিকা : হেরিটেজ টেলস প্রকল্পের সমন্বয়কারী এবং রিফ্লেকটিভ টিনস-এর নির্বাহী পরিচালক হিসেবে, এই ভিজ্যুয়াল গল্পগ্রন্থটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি গভীর আনন্দ ও গর্ব অনুভব করছি। ইএমকে সেন্টারের সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পটি শুধুমাত্র গল্পের একটি সংকলন নয়; এটি এমন একটি প্রচেষ্টা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হওয়া পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যকে দেশের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গৃহীত হয়েছে। এই ভিজ্যুয়াল গল্পগ্রন্থের মাধ্যমে আমাদের মূল লক্ষ্য হলো, পার্বত্য চট্টগ্রামের অনন্য গল্প, রীতিনীতি এবং ঐতিহ্য যাতে শুধুমাত্র পাহাড়ের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সারা দেশের মানুষের মধ্যে ভাগাভাগি, উদযাপন এবং গ্রহণযোগ্য হয়। তরুণ আদিবাসী লেখকদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে আমরা তাদের গল্পগুলিকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করেছি যা সকল প্রেক্ষাপটের পাঠকদের কাছে প্রাসঙ্গিক হয়, এবং আমাদের জাতির বৈচিত্র্যময় সংস্কৃতির একটি ঝলক উপস্থাপন করে। যেভাবে বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। এই বইয়ের গল্পগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হওয়া মূল্যবোধ, জ্ঞান ও সৌন্দর্যের প্রতিফলন—যা শোনা, স্মরণ এবং স্নেহভরে লালন করার যোগ্য। আমরা আশা করি যে এই বইটি শুধুমাত্র শিক্ষামূলক নয়, বরং পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যের প্রতি একটি গভীর উপলব্ধি ও শ্রদ্ধা জাগ্রত করবে, এবং বাংলাদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক বুননের প্রতি একটি সংহতি ও সম্মানবোধ জাগাবে।