ভূমিকা চলচ্চিত্রের মাধ্যমে জাতীয় স্মৃতি , ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এ সংক্রান্ত তত্ত্ব বিকাশের দেশীয় ভিত্তি ভূমি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চলচ্চিত্র সংক্রান্ত গ্রন্থ প্রকাশের কর্মসূচি গ্রহণ করেছে। রাজস্ব খাতের অর্থায়নে পরিচালিত গবেষণার তিন প্রতিবেদন এবং উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাংলাদেশের দুজন পথিকৃৎ চলচ্চিত্রকার উদয়ন চৌধুরী ও সালাহউদ্দিন এবং বিশিষ্ট চলচ্চিত্রঅভিনেত্রী সুমিতা দেবীসহ তিন জনের জীবনী গ্রন্থসহ মোট ৬ টি গ্রন্থ প্রকাশের মাধ্যমে এ বছর (২০০৮-২০০৯) প্রকাশনা কার্যক্রমের সূচনা ঘটলো। দেশে প্রাতিষ্ঠানিক উদ্দ্যেগে চলচ্চিত্র সংক্রান্ত প্রকাশনার এমন ব্যাপক উদ্দ্যেগ আর কখনো গ্রহণ করা হয়নি।
সুমিতা দেবী বাংলা চলচ্চিত্রের সূচনালগ্নে তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা রক্ষণশীল সমাজে নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে আমাদের চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। অব্যয় রহমানকে আমি অভিনন্দন জানাই তাঁর জীবনের গুরুত্বপূর্ন ঘটনা নিয়ে গ্রন্থ রচনার জন্য।
সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে ফিল্ম আর্কাইভকে চলচ্চিত্র সংরক্ষণ ,অধ্যয়ন ও গবেষণার একটি দৃঢ় ও সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির নিরন্তর প্রচেষ্টায় সর্বক্ষনই দেশের সর্বস্তরের মানুষকে আমরা পাশে চাই। প্রকাশনা কর্মসূচি আমাদের বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সামগ্রিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত করবে বলে আমাদের বিশ্বাস। এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ রইল দেশবাসী ও আগ্রহী সকলের প্রতি। ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মহাপরিচালক বাংলাদেশ ফিল্ম আর্কাইভ
সূচিপত্র * প্রাক-কথা * জন্ম ও বংশ পরিচয় * শিক্ষা জীবন * সংসার জীবন * কর্মজীবন * অভিনয় : চলচ্চিত্র * যেভাবে নায়িকা হলেন * অবিনয়: মঞ্চ, বেতার ও টেলিভিশন * চলচ্চিত্র প্রযোজনা * মুক্তিযুদ্ধে অংশগ্রহণ * চরিত্র বৈশিষ্ট্য * ব্যক্তিত্বের সান্নিধ্য * স্বীকৃতি , সম্মাননা ও পুরস্কার * শেষ জীবন- মৃত্যু ও সমকালীন প্রতিক্রিয়া * সংবাদপত্রে সুমিতা দেবীর মৃত্যু * সুমিতা দেবীকে নিয়ে শোকার্ত উচ্চারণ * চলচ্চিত্রের ফার্স্টলেডির বিধায় * পরিশিষ্ট-১ * পরিশিষ্ট-২ * পরিশিষ্ট-৩ * পরিশিষ্ট-৪ * তথ্য নির্দেশ ও টীকা