জীবনের পথে চলতে গিয়ে ছোট থেকে বড়—সব সব কাজ আমরা শিখে নিই। শেখা হয় না শুধু তাই, যা শেখাটা সবচেয়ে দরকারি ছিল। জীবনের লম্বা একটা সময় আমরা যেভাবে চলে অভ্যস্ত, হঠাৎ একদিন কবুল বলার পর থেকে সেই জীবনটা পালটে ফেলতে হবে। যা ছিল একান্ত নিজের, আজ থেকে তাতে অচেনা একজন মানুষকে ভাগ দিয়ে দিতে হবে। এটা কি খুব সহজ ব্যাপার? যদি খুব সহজ ব্যাপার হতো তাহলে প্রতি ঘণ্টায় এই শহরে অসংখ্য মানুষের বিয়ে ভাঙত না। সবকিছু শিখি, কিন্তু দুটো মানুষ হঠাৎ করে একসাথে কীভাবে চলতে শুরু করব, তা শেখা হয় না। তাই নতুন সংসারে অল্পদিনেই দেখা দেয় অসহিষ্ণুতা, দেখা দেয় সংকট ও ভাঙন। ধরুন, পায়ে একটা কাঁটা ফুটেছিল। কাঁটা কীভাবে বের করতে হয় জানা নেই বলে কাঁটা বের করা হয়নি। পা’টা পঁচে গেছে। পঁচা পা’টা কেটে ফেলে দিতে হয়েছে। দাম্পত্য-সমস্যা এমন। যদি জানেন যে, সমস্যা কীভাবে মিটাতে হয় তাহলে পা থেকে কাঁটা তোলার মতো আলতো করে সমস্যাটি তুলে ফেলতে পারবেন। আর যদি জানা না থাকে তাহলে সম্পর্কটাই পঁচে যাবে। অর্ধেক জীবন কেটে ফেলে দিতে হবে। ক্ষত চিহ্নটা কিন্তু থেকে যাবে সারা জীবন! এখন সংসারে সুখের বড্ড অভাব, দাম্পত্য-সংকট দিনে দিনে বেড়েই চলেছে শুধু। এখন দাম্পত্য-সুখের জন্য একটি গাইডলাইন থাকা খুবই জরুরি। এ বই আদর্শ দাম্পত্যজীবন বিনির্মানের অনন্য এক গাইডলাইন। বিশ্বাস করুন, এ বই আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ! আপনি হয়ে উঠবেন অসাধারণ গুণবতী স্ত্রী ও প্রেমিকা। আপনার স্বামী আপনার মাঝে নতুন এক আপনাকে খুঁজে পাবে। এই বই আপনার প্রতিদিনের পাঠ্যতালিকায় যোগ করে নিন। লেখক এর পাতায় পাতায় যে সোনালি আলো জ্বেলেছেন, তা আপনার সংসারকে আলোকিত করে তুলবে ইনশাআল্লাহ।