আপনি যদি এ বইয়ের পাতায় পাতায় ভারতবর্ষের ইতিহাস খোঁজেন, কিংবা ব্রিটিশ রাজত্বের অভ্যুদয় ও পতনের বিবরণ; অথবা জানতে চান যে এই উপমহাদেশ কি কারণে পরস্পর-বৈরীভাবাপন্ন দুটো অংশে খ-িত হল এবং পরিণামে খ-দেশ দুটোর শেষ পর্যন্ত এশিয়ার কি হবে; আপনি এখানে তা পাবেন না। কারণ, যদিও এদেশেই আমি আমার জীবন-কাল কাটিয়ে দিয়েছি, তবু আমি ঘটনাগুলির কেন্দ্রের এতটা কাছে ছিলাম আর এই রঙ্গমঞ্চের অভিনেতাদের সাথে এত বেশি ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ছিলাম যে, সে সব নিরপেক্ষভাবে লিপিবদ্ধ করতে হলে যে পরিপ্রেক্ষিতের প্রয়োজন তা আমি পাইনি। আমার ভারত, যে ভারতকে আমি জানি, সেই ভারতে যে কোটি কোটি মানুষের বাস, তার মধ্যে শতকরা ৯০ জনই সরল, সৎ, সাহসী, আর কঠোর পরিশ্রমী। সৃষ্টিকর্তার কাছে॥তা সে ক্ষমতায় যে-কেউই আসীন থাকুক না কেন॥তাদের প্রতিদিনের প্রার্থনা শুধু এটুকুই যে, তাদের ধনপ্রাণ যেন নিরাপদ থাকে, যাতে তারা তাদের পরিশ্রমের ফল উপভোগ করতে পায়। সত্যিই এরা বড় গরিব। এদের প্রায়ই ‘ভারতের বুভুক্ষু কোটি-কোটি মানুষ' বলে বর্ণনা করা হয়। এদের মধ্যেই আমি বাস করেছি এবং এদের আমি আন্তরিকভাবেই ভালবাসি। আমি এদের কথাই এই বইয়ের পাতায় পাতায় বলার চেষ্টা করেছি। আমার বন্ধু, ভারতের সেই গরিবদের উদ্দেশে আমি আমার এই বইখানি শ্রদ্ধাভরে উৎসর্গ করলাম।