শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশ, মাটি ও মানুষের জন্য নিবেদিতপ্রাণ- এক সফল রাষ্ট্রনায়ক। এরও আগে তিনি স্বাধীনতার ঘোষক। আত্মপ্রত্যয়ী, দৃঢ়-কোমল ব্যক্তিত্বসম্পন্ন এই রাষ্ট্রনায়ক দেশ ও জাতিকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে নিরন্তর সংগ্রাম করেছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিভ্রমণ করেছেন। মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না পর্যবেক্ষণ করেছেন। হাতে নিয়েছেন বিভিন্ন ধরনের কর্মসূচি এসবেরই প্রেক্ষিতে যেগুলো বিপ্লবেরই রূপবাহী। শুধু রাষ্ট্র পরিচালনা নয়, একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকসহ আরও অনেক বিষয় নিয়ে তিনি ভাবতেন এবং সেইভাবে কর্মোদ্যোগ গ্রহণ করতেন। এতে করে স্বাধীন জাতিসত্তা গঠনের ক্ষেত্রে তাঁর মহতী উদ্যোগগুলো কল্যাণব্রত হিসেবে প্রতিষ্ঠা পায়। স্বল্পকালীন সময়ে দেশ পরিচালনার মাঝেও তিনি যেসব অবদান রেখে গেছেন সেগুলো অবশ্যই স্মরণীয়। একই সঙ্গে স্বাধীনতার ঘোষণা থেকে রাষ্ট্রনায়ক হওয়া পর্যন্ত এবং পর্যায়ক্রমিক রাজনৈতিক প্রেক্ষাপট বিধৃত হয়েছে গ্রন্থস্থ নিবন্ধাবলীতে। যা কিনা দালিলিক তথ্য- প্রমাণের সঙ্গে সঙ্গে বিশ্লেষণাত্মক। তাই ঐতিহাসিকভাবে গুরুত্ববহ। কালের প্রবাহে প্রায় বিলীয়মান অনেক বিষয় নতুনভাবে উপস্থাপিত হয়েছে বইখানিতে। যা ইতিহাস অনুসন্ধিৎসু পাঠকের পাঠকতৃষ্ণা মেটাতে এবং আরও অনেক প্রয়োজনে সাহায্য করবে।