আল্লাহ তা'আলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে তিনি ভাষা শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে প্রায় আড়াই হাজার ভাষা তাদের বর্মীয় দিক বিবেচনায় সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরবী ভাষা। আর মাতৃভাষা বাংলা আমরা Automatically, স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ কই মোইনত ছাড়াই আমরা শিখে থাকি। শুধু আমরা কেন পৃথিবীর সব দেশের মানুষই মাতৃভাষা সহজে শিখতে পারে। মাতৃভাষায় কথা বলার জন্য যোগ্যতা হল শুধু মুখ থাকা। আপনারা দেখতে পাবেন অনেক অশিক্ষিত মানুষ যারা কোন দিনই স্কুল, কলেজ বা মাদরাসায় যায় নি। তারপরও তারা বাংলায় সব কথা বলতে এবং শুনে বুঝতে পারে। আর ইংরেজি হল আন্তর্জাতিক ভাষা। ইংরেজিতে বলা হয়, English is an international language. (ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা)। সারা পৃথিবীর সবচেয়ে বেশি লোক ইংরেজি ভাষায় কথা বলে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বহুদেশের First Language (ফাসট ল্যাঙ্গুইজ) প্রথম ভাষা বা মাতৃভাষা হল ইংরেজি। আবার অনেক দেশের Second দ্বিতীয় বা Third তৃতীয় ভাষা ইংরেজি। আমাদের দেশেরও Second Language হল ইংরেজি। আমাদের দেশের অফিস, আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা, বাণিজ্যসহ অনেক জায়গাতে ইংরেজির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সমাজ ইংরেজি জানা এবং কম্পিউটার শেখাকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ মনে করে। আরবীর মত ইংরেজিও একটি সহজ ভাষা। ইংরেজি শেখার জন্য Target করতে হবে এবং Time দিতে হবে। মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ) ইংরেজিতে অনেকগুলো কিতাব লিখেছেন। ইংরেজিতে দক্ষ থাকার কারণে Oxford University তে তিনি অনেকবার Lecture দিয়েছিলেন। বর্তমান সময়ে সারা বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক চিন্তাবিদ ও গবেষক আলামা মুফতি বিচারপতি তাকী উসমানী দা. বা. ইউরোপ, আমেরিকাসহ সারা পৃথিবী সফর করেছেন এবং অনেক জায়গায় তিনি ইংরেজিতে বয়ান করেন। দাওয়াতের একটি বড় হাতিয়ার হলো ভাষা শিক্ষা করা। ইংরেজি একটি অন্যতম ভাষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য কওমী মাদরাসা ছাত্ররা ইংরেজিতে বেশ দুর্বল। বেফাক বোর্ডের ইংরেজি খাতা দেখে ছাত্রদের প্রাপ্ত নাম্বার আমাকে হতাশ করে ফেলে।