পহেলা রমজান ১৪৪২ হিজরি, ১৪ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার । ইফতারের আগ মুহূর্তে সাদা পোশাকের পুলিশ, বাসার নিচতলা থেকে তুলে নেয় একজন মানুষকে। দিনটি লকডাউনের প্রথম দিন ছিল। আগের দিন রাত থেকেই মসজিদ-মাদরাসাসহ, সর্বত্র লকডাউন বাস্তবায়নে কাজ করছিল আইনশৃঙ্খলা বাহিনী। মুফতী সাখাওয়াত হোসাইন রাজী। একজন মজলুম আলেম। কারাপ্রকোষ্ঠে দীর্ঘদিন কাটানো একজন গণমানুষের নেতা। যাকে জেল, রিমান্ড, ভয়ভীতি কোনোকিছু দিয়েই আটকে রাখা, বদলে ফেলা সম্ভব হয়নি! কেমন ছিল তার উপর দিয়ে বয়ে যাওয়া জুলুমের স্রোত? কেনই বা প্রবাহিত হয়েছিল এই স্রোত? জুলুম ও নিগ্রহের শিকার হওয়া তার মতো আরও আলেমে দ্বীনেরও বা কী অবস্থা? জুলুমের এই অন্ধকার ও অক্টোপাস আর কত কাল নিমজ্জিত করে রাখবে আমাদের? কবে আসবে আমাদের কাঙ্ক্ষিত ভোর? –এসব বিস্তর আলাপের ব্যাপার। সম্পূর্ণ আলাপগুলোর জন্য ত্বহা মাহমুদ প্রস্তুত করেছেন এই সংকলন। গোটা আয়োজনে কখনও কথা বলেছেন নিজের জবানে, কখনও তুলে এনেছেন পত্রিকার ভাষা, কখনও বা বিবৃতি দিয়েছেন মজলুমদের ধারাভাষ্যে। কিছু কিছু জায়গায় সঙ্গত কারণে কোনটি সংকলকের ভাষা আর কোনটি মজলুমদের ভাষা, তা নির্ণয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পাঠকের করোটিতে। গোটা আয়োজনের এটি প্রথম পর্ব, অথবা বলতে পারি ভূমিকা। সম্পূর্ণ আয়োজন নিয়ে; এই ইতিহাসের নানা বাঁক, নানা মোড়, নানা অজানা অধ্যায় নিয়ে আমরা উপস্থিত হব দ্বিতীয় পর্বে, ইনশাআল্লাহ। ‘কারাপ্রকোষ্ঠেও দমেননি যিনি’ এই গ্রন্থ উন্মোচন করবে নিকট অতীতের এমন গুরুত্বপূর্ণ ইতিহাসের বাক, যা জানা শুধু জরুরি নয় বটে; একদম অনিবার্য।