ISSB অর্থাৎ ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড বা আন্তঃবাহিনী নিবার্চন/ মনোনয়ন পর্ষদ কে বুঝায়। এই পর্ষদ বাংলাদেশ সামরিক বাহিনীতে কমিশন অফিসার পদপ্রার্থীদের বাছাই করে থাকে। বর্তমান সময়ে এই চাকুরী যুব সম্প্রদায়ের প্রচন্ড পছন্দের একটি চাকরি। প্রতিবার এই কমিশন অফিসার পদে অনেকজন আবেদন করে থাকে এবং তারমধ্যে কিছু সংখ্যক মানুষের এই চাকরী হয়ে থাকে। তাই বোঝা যায় এই চাকরী যুব সম্প্রদায়ের মধ্যে কতটা আগ্রহের জায়গা তৈরি করেছে। এই পরীক্ষা ঢাকা সেনানিবাসে ৩ দিন ধরে অনুষ্ঠিত হয়। ISSB এই পরীক্ষায় ৭ টি বিষয়ের উপর বিবেচনা করে নির্বাচন করে থাকে। ১) বুদ্ধিমত্তা ২) মনস্তত্ত্ব ৩) সমস্যা সমাধানের পরিকল্পনা প্রস্তুত করা এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতা। ৪) শারীরিক সামর্থ্য ৫) ইংরেজিতে কথা বলার ক্ষমতা। ৬) কর্মকর্তা হবার গুণাবলী ৭) ব্যাক্তিত্ব এখানে লক্ষ্য করলেই দেখা যায় ISSB একজনের কোর বিষয়গুলো লক্ষ্য করে যা ছোট থেকে বড় হওয়ার মধ্যেই একজনের মধ্যে আসে। এই গুণাবলী গুলো একদিনে ডেভেলপ করা যায় না বরং ছোট থেকেই এগুলো গড়ে উঠে। এরমধ্যে আইকিউ নিয়ে প্রিজম প্রকাশনী একটি সুন্দর গোছানো বই বের করেছে যেখানে ধাপে ধাপে করনীয় এবং প্রস্তুতির ধাপগুলো শেয়ার করা হয়েছে। তাই যারা কমিশন অফিসার হিসেবে ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য এই বইটি অবশ্য পাঠ্য হতে পারে।