বছরের শেষ প্রান্তে এসে হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল বিষয়ের মানবণ্টন। প্রশ্নকাঠামোতেও আনা হয়েছে আমুল পরিবর্তন। চালু করা হয়েছে পরীক্ষা-পদ্ধতি। ফলে শিক্ষাক্ষেত্রে ফিরে এসেছে প্রাণের স্পন্দন। ঘটেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আকাংক্ষার প্রতিফলন। আর এসব কিছুকে আরও প্রানবন্ত ও সার্থক করে তোলার জন্য এ মুহর্তে সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার তা হচ্ছে, সঠিক দিকনির্দেশনামুলক সহায়ক বই। শিক্ষার্থীদের প্রয়োজন এমন একটি বই যা অনুশীলন করে তারা স্বল্প সময়ের মধ্যে নিজেদের মেধার বিকাশ ঘটাতে এবং কাংক্ষিত সাফল্য লাভ করতে পারবে। আর শিক্ষার্থীদের এই চাহিদা পুরণের লক্ষ্যেই ক্যাপটেন পাবলিশার্স নিয়ে এসেছে- ক্যাপটেন বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বইটি। আমাদের দৃঢ় বিশ্বাস, বইটি অনুশীলনে শিক্ষার্থীদের মেধা হবে শানিত এবং তারা প্রতিটি বিষয়ে নিশ্চিত A অর্জন করতে পারবে। পরিশেষে বইটি সার্বিক বিচারে সেরা বলে বিবেচিত হলে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি প্রত্যাশা করছি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র নং- ৩৭.০০.০০০০.০৯১.৩৯.০০১.২৪.৫১৮ তারিখ ০১.০৯.২০২৪ এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষের যষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানবণ্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক ¯@রের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষের যষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমুহের এবং দশম শ্রেণির মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে।