জনস্বার্থে মামলা গ্রন্থটি স্বল্প মানুষের পদচিহ্ন পড়া পিআইএল পথটিতে কতদূর হাঁটা হয়েছে, তার একটি চমৎকার দৃষ্টান্ত। এটি সম্মুখের সম্ভাবনারও একটি ইঙ্গিত বহন করছে। এ গ্রন্থের প্রতিটি অধ্যায় এ যাত্রার পদক্ষেপের প্রতি একেকটি শ্রদ্ধাঞ্জলি। বইয়ের প্রথম প্রবন্ধে বাংলাদেশে পিআইএল-এর প্রথমদিককার দিনগুলাে এবং এর ধারাবাহিক বিকাশ তুলে ধরা হয়েছে। পিআইএল বিষয়ে যারা কেবল আগ্রহী হয়ে উঠতে শুরু করেছেন, তাদের জন্যে এ রচনা খুবই উপযােগী হবে। বইটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার সন্নিবেশিত হয়েছে, যা সমসাময়িক চিন্তাবিদদের ভাবনার ওপর চমৎকার আলােকপাত করতে পেরেছে। এসব সাক্ষাৎকারে পিআইএল-এর ভবিষ্যৎ বিষয়ে চিন্তার খােরাক মিলবে। এ বইতে যেসব প্রবন্ধ-নিবন্ধ রয়েছে সেগুলােয় প্রচুর গুরুত্বপূর্ণ পাঠ উপকরণ আছে। জনস্বার্থে মামলা বইটির একটি অনন্য বৈশিষ্ট্য হলাে, এটি পিআইএল দ্বারা যারা সরাসরি উপকৃত হয়েছেন তাদের কণ্ঠস্বরকে স্বল্প পরিসরে হলেও তুলে ধরেছে। পিআইএল-এর যারা সাবজেক্ট', অর্থাৎ যাদের জন্য পিআইএল করা হয়, তাদের বক্তব্য কী? কী তাদের উদ্বেগ এবং প্রত্যাশা? টাঙ্গাইলে ফ্যাপ-২০ বিপর্যয়, চট্টগ্রামে পাহাড় কাটা, টানবাজারের উচ্ছেদকৃত যৌনপল্লী এবং ঢাকায় বস্তি উচ্ছেদের ভুক্তভােগীদের কণ্ঠস্বর এখানে খুবই গুরুত্বপূর্ণ জবানবন্দি।